×

সারাদেশ

৫৭ জনের হাতে ক্ষতিপূরণের এলএ চেক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ০৬:৪০ পিএম

৫৭ জনের হাতে ক্ষতিপূরণের এলএ চেক

ছবি: ভোরের কাগজ

জেলা প্রশাসক ও কালেক্টর, মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভূমি অধিগ্রহণকৃত স্থানে (পারনান্দুয়ালীতে অবস্থিত সড়ক ও জনপথ অফিসের সামনে) উপস্থিত হয়ে ‘মাগুরা-শ্রীপুর বাঁক সরলীকরণ ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্প’-এর অধীনে ৫৭ জন ব্যক্তির মাঝে মোট দুই কোটি ৫৭ লাখ ৪৭ হাজার ১৮৫ টাকা ৪০ পয়সার ৫৭টি এলএ চেক বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসক উপস্থিত চেক গ্রহীতাদের কাছে তাদের অনুভূতি সম্পর্কে জানতে চান। অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোছা. বাকেলা বেগম বলেন যে, ‘আমি বাবুর্চির সহকারী হিসেবে কাজ করি। অনেক কষ্ট করে এই জমিটা কিনিছি। এই চেক পেতে আমার কোন অসুবিধা হয়নি। সরকার জমির দামের চেয়ে তিনগুণ বেশি টাকা দিয়েছে তাই আমি খুশি।’ অপরাপর ক্ষতিপূরণের চেক গ্রহণকারীরা জানান যে, উন্নয়ন কাজের জন্য তাদের জমি অধিগ্রহণ করা হয়েছে বটে। কিন্তু জেলা প্রশাসকের নিকট হতে সরাসরি তাদের অধিগ্রহণকৃত জমির উপর দাঁড়িয়ে ক্ষতিপূরণের চেক পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। চেক পেতে কোন রকম ভোগান্তি বা হয়রানির শিকার হননি বলেও তারা জেলা প্রশাসককে জানান। অধিগ্রহণকৃত স্থানে ক্ষতিপূরণের এলএ চেক বিতরণ করা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, আমি জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে এ পর্যন্ত ১৯ কোটি ২৮ লাখ টাকার ক্ষতিপূরণের এলএ চেক বিতরণ করেছি। সব ক্ষেত্রে অধিগ্রহণকৃত স্থানে স্বশরীরে উপস্থিত হয়ে চেক বিতরণ করছি। অধিগ্রহণ প্রক্রিয়ার একদম শুরু থেকে চেক বিতরণ পর্যন্ত শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে। তিনি আরো বলেন, অধিগ্রহণ একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আইন-কানুন মেনে অনেকগুলো ধাপ সম্পন্ন করতে হয়। আমাদের কিছু জনবল ঘাটতি রয়েছে। তা সত্ত্বেও আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি যথাশীঘ্র ক্ষতিপূরণের চেকগুলো বিতরণ করা যায়। জেলা প্রশাসক সবাইকে আহ্বান করে বলেন, অধিগ্রহণ প্রকল্পের আওতায় ক্ষতিপূরণের চেক পেতে কেউ যেন দালাল বা অপর কোনো তৃতীয় পক্ষের কাছে না যায়। বরং তারা যেন জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা সরাসরি জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেন। এছাড়া, তিনি বলেন যে, ভূমি বা অপর যেকোনো সেবা দিতে জেলা প্রশাসকের কার্যালয় সর্বদা প্রস্তুত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App