×

সারাদেশ

ওসমানী হাসপাতালে চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় আটক ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ০৮:৫৯ এএম

ওসমানী হাসপাতালে চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় আটক ৪
ওসমানী হাসপাতালে চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় আটক ৪

ফাইল ছবি

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক-নার্সদের হেনস্তা করেছেন রোগীর স্বজনেরা। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ।

হেনস্তার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসক ওসমানী মেডিকেল কলেজ শাখা ‘কর্মক্ষেত্রে নিরাপত্তা চাই’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে। পরিষদের সভাপতি মো. রাকিব হোসেন ও সাধারণ সম্পাদক সীমান্ত মজুমদার এ ঘোষণা দেন।

এদিকে হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এরা হলেন- আবদুল মালিক, সাবেল আহমদ, জুবেল আহমদ ও জুয়েল আহমদ।

জানা গেছে, রবিবার ওসমানী হাসপাতালে দক্ষিণ সুরমার কুচাই এলাকার ভর্তি হওয়া এক রোগী সোমবার বিকেলে ৩৫ নম্বর ওয়ার্ডে মারা যান। এ সময় রোগীর ছেলেসহ স্বজনেরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেন।

তারা ওয়ার্ডের গ্লাস, চেয়ার, টেবিল, ইজিসি মেশিনসহ বেশ কিছু চিকিৎসা সরঞ্জাম ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আটক করে।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার মো. আজবাহার আলী শেখ জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মামলা হবে।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মো. রাকিব হোসেন জানান, রোগীর স্বজন নামধারী সন্ত্রাসীরা শিক্ষানবিশ চিকিৎসকদের ক্রমাগত ভয়ভীতি প্রদর্শন, হুমকি প্রদান এবং শারীরিকভাবে হেনস্তা করার চেষ্টা চালায়। এসময় তিনি অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তা নেই।

ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App