×

সারাদেশ

রং মিশ্রিত মাছ বিক্রি, ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ১০:২৯ পিএম

রং মিশ্রিত মাছ বিক্রি, ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড

পিরোজপুরে কাউখালীতে মাছে রং মিশ্রিত করে মাছ বিক্রি করার অপরাধে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ছবি: কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরে কাউখালীতে মাছে রং মিশ্রিত করে মাছ বিক্রি করার অপরাধে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) দুপুরে কাউখালী হাটের দিনে মাছে রং মিশ্রিত করে মাছ বিক্রি করার অপরাধে মৎস্য ও মৎস্য পণ্য আইন ২০২০ অনুযায়ী কাউখালী দক্ষিণ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই মৎস্য ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মাছ বিক্রেতা নুরুল ইসলামকে দশ হাজার টাকা ও মাছ বিক্রেতা ইয়াকুব আলীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এবং ৩০ কেজি রং মিশ্রিত মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান।

এ সময় তার সাথে ছিলেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান ও পুলিশের একটি টিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়জিদুর রহমান জানান, আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, আমরা প্রতিনিয়ত মাছের বাজার মনিটরিং করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App