×

সারাদেশ

২১ আগস্টের গ্রেনেড হামলার কুশীলবদের শাস্তির দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০৮:৫৮ পিএম

২১ আগস্টের গ্রেনেড হামলার কুশীলবদের শাস্তির দাবি

২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন যশোর-২ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন। ছবি: ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

২১ আগস্টের গ্রেনেড হামলার কুশীলবদের শাস্তির দাবি

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি করেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন। এছাড়া একই দাবিতে মানববন্ধন করেছে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।

সোমবার (২১ আগস্ট) গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে যশোরের ঝিকরগাছায় মানববন্ধন, আলোচনা সভা, কোরআন খতম, দোয়া অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বিকেলে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-২ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন।

একুশে আগষ্টের ভয়াবহতা উল্লেখ করে তিনি বলেন, আগামীতে বাংলাদেশে এধরণের নৃশংশ হত্যাকান্ড কখনোই ঘটবে না, আমরা সেটা ঘটতে দেবো না। বঙ্গবন্ধুর সৈনিক, জননেত্রী শেখ হাসিনার সৈনিক সারা দেশে বিদ্যমান।

দলের ভিতরেও কিছু চামচা আছে উল্লেখ করে তিনি বলেন, তারা আমাদের খুচে খাচ্ছে, তারা আমাদের কামড়াচ্ছে, আমরা সহ্য করে আছি। আমরা তাদের সতর্ক করে দিতে চাই, যদি ধরতে পারি তাহলে তাদেরকেও আমরা খামচিয়ে খাবো, নিশ্চিহ্ন করবো।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল কাদের আজাদ, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাসিমুল হাবিব শিপার, সাবেক প্রচার সম্পাদক মোর্তজা ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা সেলিম রেজার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, মাগুরা ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, নির্বাসখোলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খায়রুজ্জামান, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু, শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক মাহাবুর হাসান বরি।

২১ আগস্টের গ্রেনেড হামলার কুশীলবদের শাস্তির দাবি

এদিন, সকালে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মানববন্ধনে তারেক জিয়াসহ জড়িত খুনিদের ফাঁসি চেয়ে বিভিন্ন প্লাকার্ড দেখান।

মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌরমেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম বক্তব্য দেন। উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম-আহ্বায়ক আজাহারুল ইসলাম লাবু প্রমুখ।

একই দাবিতে আওয়ামী লীগ নেতা ও দলীয় মনোনয়ন প্রত্যাশী, গিলবার্ট নির্মল বিশ্বাসের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কুশীলবদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী, ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য শফিকুল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আলিমুল ইসলাম মৃধা, ঝিকরগাছা ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহীন কবীর প্রমুখ।

এদিন বিকেলে ঝিকরগাছা হাসপাতাল রোডস্থ নিজস্ব কার্যালয়ে ২১ আগস্ট সকল শহীদের স্মরণে কোরআন খতম, দোয়া ও তবারক বিতরণ করেছেন, যশোর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ঝিকরগাছা দৌলতুন্নেসা-ওহাব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App