×

সারাদেশ

তাড়াশের প্লাবন ভূমিতে পোনা মাছের অবমুক্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০৩:২০ পিএম

তাড়াশের প্লাবন ভূমিতে পোনা মাছের অবমুক্তি

ছবি: ভোরের কাগজ

দেশীয় প্রজাতির মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত চলনবিলের প্লাবন ভূমিতে দেশীয় কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তি হয়েছে।

সোমবার (২১ আগস্ট) ২০২২-২০২৩ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় ৪০০ কেজি পোনা মাছ অবমুক্ত করে তাড়াশ মৎস্য অধিদপ্তর। উপজেলা মাগুড়াবিনোদ ইউনিয়নের মাগুড়া গ্রামের দক্ষিণ মাঠের জলাশয়ে দেশীয় প্রজাতির কার্প মাছের পোনা অবমুক্ত করণের সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সরদার মো. মহিউদ্দিন, সহকারী পরিচালক (রাজস্ব) মো. আতিকুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (অর্থ ও পরিকল্পনা) শাহেদ আলী, জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মর্জিনা খাতুন, তাড়াশ পৌর মেয়র মো. আব্দুর রাজ্জাক, মাগুড়াবিনোদ ইউনিয়নের চেয়ারম্যান মো. মেহেদী হাসান ম্যাগনেট, নিমগাছটি মৎস্য চাষ প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ড. মো. হাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, অধ্যক্ষ আবু সাঈদ, তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিউল হক শামীমসহ আরো অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App