×

সারাদেশ

সুনামগঞ্জে ৮ লক্ষাধিক পিস ভারতীয় নাসির বিড়িসহ গ্রেপ্তার ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ০৩:০২ পিএম

সুনামগঞ্জে ৮ লক্ষাধিক পিস ভারতীয় নাসির বিড়িসহ গ্রেপ্তার ২

ছবি: ভোরের কাগজ

সুনামগঞ্জের ছাতক থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আশা ভারতীয় আমদানি নিষিদ্ধ ৮ লক্ষ ৪০ হাজার পিস শেখ নাসির উদ্দিন বিড়িসহ দুই জনকে গ্রেপ্তার করেছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকাও জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের জালালবাদ চৌধুরীগাওয়েরবা বাছির মিয়ার ছেলে শওকত আলী (২৫), পিতা-বাছির মিয়া, গোয়াইনঘাট উপজেলার কাঠালকুড়ীকান্দি গ্রামের নুর মিয়ার ছেলে কয়েছ আহমদ (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ছাতক থানার এসআই সৈয়দ গোলাম সারোয়ার, এএসআই শরীফুল ইসলাম উপজেলার কালারুকা সুরমা নদীর খালের মুখে একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করেন। এ সময় নৌকাটি তল্লাশি করে ৪০ কার্টুন, প্রতি কার্টুনে ২১ হাজার পিস করে মোট ৮ লক্ষ ৪০ হাজার পিস ভারতীয় আমদানি নিষিদ্ধ শেখ নাসির উদ্দিন বিড়ি উদ্ধার করেন।

ছাতক থানার ওসি মো. শাহ্ আলম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন মামলা দায়েরপুর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো জানিয়েছেন, আটককৃত নাসির বিড়ির আনুমানিক বাজার মূল্য ১২ লক্ষ ৬০ হাজার টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App