×

সারাদেশ

ছাতকে জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন উপনির্বাচনে আশিক-লিকন নির্বাচিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ০৯:৪২ পিএম

ছাতকে জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন উপনির্বাচনে আশিক-লিকন নির্বাচিত

শান্তিগঞ্জ থানা। ছবি: সংগৃহীত

ছাতকে জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন উপনির্বাচনে আশিক-লিকন নির্বাচিত

ছবি: ভোরের কাগজ

সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ১৬৯৩ এর অন্তর্ভুক্ত গোবিন্দগঞ্জ সাদা পুলের মুখ লাকেশ্বর উপ-পরিষদ শাখার ত্রি বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক পদে মো. লিকন মিয়া বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন । শনিবার (১৯ আগস্ট ) গোবিন্দগঞ্জ সাদা পুলের মুখ কার্যালয়ের পাশে অস্থায়ী মাঠে শ্রমিক ও ছাতক থানা পুলিশের সহযোগীতায় উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে সকাল আটটায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত। ত্রি-বার্ষিক নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের দায়ীত্ব পালন করেন সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সুহেল আহমদ। এদিকে, উপ পরিষদ শাখার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৪৯টি। তার মধ্যে ভোট পড়েছে ৩৩০টি। সভাপতি পদে মো. আশিকুর রহমান আশিক ১৩৫টি, সাধারণ সম্পাদক পদে মো. লিকন মিয়া ১৭৫টি, সাংগঠনিক সম্পাদক পদে দিলোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীসহ সাধারণ সম্পাদক মো. জুয়েল আহমদ ১৫১টি, প্রচার সম্পাদক বিলাল আহমদ প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, কোষাধক্ষ সেকেল মিয়া ২০৪টি, সদস্য পদে মুতলিব মিয়া ১৩৭টি ও অপর সদস্য পদে নুর আলী ১৪৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। উপনির্বাচন পরিচালনাকারী কমিটি ও সহকারী নির্বাচন কমিশনারের দ্বায়ীত্ব পালন করেন সাধারণ সম্পাদক মো. সাজিদুল ইসলাম, সহ সভাপতি জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নানু মিয়া, কোষাধ্যক্ষ রাসেল আহমদ, প্রচার সম্পাদক ওয়াতির আলী, সদস্য শামছুল ইসলাম শামু ও সাংবাদিক আতিক আহমদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। নির্বাচন শেষে সভাপতি মো. আশিকুর রহমান আশিক সহ সকল বিজয়ীরা সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সুহেল মিয়া সহ জেলার নেতৃবৃন্দ ও উপস্থিত সকল ভোটারদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App