×

সারাদেশ

পটুয়াখালী প্রেসক্লাবের ব্যয়ের চেয়ে আয় বেশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ০৪:২০ পিএম

পটুয়াখালী প্রেসক্লাবের ব্যয়ের চেয়ে আয় বেশি

পটুয়াখালী প্রেসক্লাবের অর্ধ-বার্ষিক সাধারণ সভায় গণমাধ্যমকর্মীরা। ছবি: পটুয়াখালী প্রতিনিধি

বিপুল উৎসাহে আনন্দঘন ও দৃষ্টি নন্দন পরিবেশে জেলার ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাবের অর্ধ-বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাব ভবনের ড. আত্হার উদ্দিন মিলনায়তনে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী সামাজিক দায়বদ্ধতা নিয়ে দেশের উন্নয়নে মানুষের কল্যাণে ৬২ বছর ধরে এগিয়ে চলা পটুয়াখালী প্রেসক্লাবের অর্ধ-বার্ষিক সাধারণ সভায় বিগত ২০২২ বার্ষিক সাধারণ সভার শুরুতে রেজ্যুলেশন পাঠ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়।

প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জির সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদকের রিপোর্টের উপর আলোচনা করেন ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি মো. জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. জাফর খান, সাবেক সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আবুল হোসেন তালুকদার, সদস্য জাকির মাহমুদ সেলিম, কামরুজ্জামান হেলাল। সভায় জানুয়ারি- জুন ২০২৩ সময়ে আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক। তিনি ওই সময়ে প্রেসক্লাবে আয় দেখিয়েছেন ৩ লক্ষ ৮৯ হাজার ৫১২ টাকা এবং ব্যয় দেখান ৩ লক্ষ ৭৪ হাজার ৩৫২ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App