×

সারাদেশ

পার্বতীপুরে নাতনিকে বাঁচাতে গিয়ে নানিও দিলেন প্রাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ০৩:৫৪ পিএম

পার্বতীপুরে নাতনিকে বাঁচাতে গিয়ে নানিও দিলেন প্রাণ

পার্বতীপুরে নাতনিকে বাঁচাতে গিয়ে নানিও দিলেন প্রাণ। ছবি: মোস্তাফিজুর রহমান বকুল, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে রেলসেতুর উপর দিয়ে নদী পার হতে গিয়ে ছয় বছরের নাতনি সাথী আক্তারসহ নানি মর্জিনা (৬০) বেগম ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১৯ আগস্ট) সকালে শহরের অদূরে পার্বতীপুর-দিনাজপুর রেলপথের নামাপাড়া রেলসেতুর উপরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে নামাপাড়া এলাকায় রেলসেতুর উপর দিয়ে তিলাই নদী অতিক্রম করছিলো একদল নারী পুরুষ। নানী মরজিনা বেগম সেতু পার হলেও আটকা পড়ে নাতনি সাথী আক্তার। নাতনিকে উদ্ধার করতে নানি সেতুর উপরে যায়। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন তাদের উপর দিয়ে দ্রুত বেগে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনে ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেন। এছাড়া সেতুর উপরে থাকা জান্নাতুন নামে আরেক নারী ট্রেন দেখে সেতুর নিচে রেল লাইনের স্লিপার ধরে ঝুলে পড়ে ভাগ্যক্রমে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন।

মর্জিনা বেগম দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর-ভূষিরবন্দর এলাকার মৃত আ. মজিদের স্ত্রী এবং সাথী আক্তার আতিয়ার রহমানের মেয়ে।

তাদের আত্মীয় আনছার আলী জানায়, গত শুক্রবার উপজেলার হুগলীপাড়া গ্রামের বিয়ের দাওয়াত খেতে আসেন তারা। আজ সকালে ঘুরতে বের হয়ে তাদের মৃত্যু হয়।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App