×

সারাদেশ

নৌকার প্রার্থী হতে চাই: জাসদ নেতা মোহসীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ০৩:৩০ পিএম

নৌকার প্রার্থী হতে চাই: জাসদ নেতা মোহসীন
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জের বিভিন্ন ইউনিয়নের গণসংযোগ শুরু করেছেন জাসদের কেন্দ্রীয় নেতা ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ মোহসিন। জাসদ নেতা মোঃ মোহসিন বলেন, দুর্নীতি কি জিনিস সেটা আমাকে স্পর্শ করতে পারবে না। আমি দীর্ঘদিন জনগণের সঙ্গে সম্পৃক্ত আছি। একজন রাজনৈতিক নেতার লক্ষ্য থাকে জাতীয় নির্বাচনে কোন নির্দিষ্ট আসন থেকে নির্বাচন করার। আমি ১৯৯৬ সালে প্রথম জাতীয় নির্বাচন করি। গত ২০ বছর থেকে সুখ-দুঃখে বাকেরগঞ্জের মানুষের পাশে আছি। ১৪ দলীয় জোটের নৌকার প্রার্থী হিসেবে ইতোমধ্যে বাকেরগঞ্জে কর্মকাণ্ড শুরু করেছি। তিনি আরো বলেন, আমি গত ছয় মাসে বাকেরগঞ্জ এর ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নে কমিটি গঠন করেছি। আমার দল জাসদ আওয়ামী লীগের মতো অত বড় দল না হলেও বাকেরগঞ্জে মানুষের মধ্যে আমার গ্রহণ যোগ্যতা আছে। আমি বাকেরগঞ্জে ১৫ বৎসরে যে উন্নয়নের কাজ করেছি তা বর্তমান সংসদ সদস্য করতে পারিনি। জাসদ নেতা মহসিন আরো বলেন, আমি বাকেরগঞ্জের মানুষ হিসেবে একজন স্থানীয় এমপি চাই। আমি চৌদ্দ দলীয় মহাজোট হতে নৌকার প্রার্থী হতে চাই। আমার পা থেকে মস্তক পর্যন্ত রাজনৈতিক কর্মী। আমি বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে নেতৃত্ব দিয়েছি। আমি রাজনীতি করে বেড়ে উঠেছি। আমি বাকেরগঞ্জের জনপ্রতিনিধি না হয়েও বাকেরগঞ্জ মানুষের উন্নয়নে বিশেষ করে চাকরি, চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা করেছি। গোমা সেতু করছি। বৈরাগির বাড়ি থেকে বাউফল পর্যন্ত সড়ক করেছি। কারখানা ও কাটাদিয়ে নদীতে ফেরি এনেছি। তিনি বলেন, আমি বাকেরগঞ্জের মানুষের কল্যাণে পাশে থাকতে চাই। আমার ধারণা ১৪ দলীয় মহাজোট হতে আমাকে নৌকার প্রার্থী দিলে বাকেরগঞ্জের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। তিনি গতকাল বাকেরগঞ্জের চরামদ্দি, চরাদি, দুধল, কবাই ও ফরিদপুর ইউনিয়নে জাসদের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App