×

সারাদেশ

সখীপুরে গরুর হাট বসানোর দাবিতে মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০৯:২০ পিএম

সখীপুরে গরুর হাট বসানোর দাবিতে মানববন্ধন

সখীপুরে গরুর হাট বসানোর দাবিতে মানববন্ধন। ছবি: সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

গরু-ছাগলের হাট বসানোর অনুমোদনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) বেলা ১১টায় সখীপুর-ঢাকা সড়কে উপজেলার দেওদিঘী বাজারে যাদবপুর, হাতীবান্ধা, বহুরিয়া ও হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে ইউনিয়নের দুই সহস্রাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা জানান, সখীপুর টাঙ্গাইল জেলার দ্বিতীয় বৃহত্তর উপজেলা হলেও এ উপজেলায় গরু-ছাগল বিক্রির জন্য কোনো হাট নেই। তাই সপ্তাহের প্রতি শনিবার দেওদিঘী বাজারে গরু-ছাগলের হাট বসানোর অনুমোদনের দাবি জানান তারা।

ইয়াসিন আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান শরীফুল ইসলাম শফি, সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান আক্কাছ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন, সাবেক সভাপতি কেএম হেলাল উদ্দিন, নলুয়া বাজার বণিক সমিতির সম্পাদক শরীফুল মোল্লা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউপি সদস্য আজমত আলী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App