×

সারাদেশ

সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শনে মহাপরিচালক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০২:৩৪ পিএম

সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শনে মহাপরিচালক
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নবনির্মিত দোহাজারী-কক্সবাজার রেললাইন এলাকা পরিদর্শন করেছেন রেলওয়ের মহাপরিচালক (ডিজি) প্রকৌশলী মো. কামরুল আহসান। শুক্রবার (১৮ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার কেঁওচিয়া তেমুহনী এলাকায় বন্যায় (পাথর ও মাটি সরে গিয়ে বেঁকে যাওয়া) অংশ পরিদর্শন করেন তিনি। এসময় মহাপরিচালকের সঙ্গে ছিলেন-রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর, দোহাজারী-কক্সবাজার রেল লাইনের প্রকল্প পরিচালক মফিজুর রহমান, প্রকল্পের ঠিকাদার তমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান ভূঁইয়া। কেঁওচিয়ার তেমুহনী এলাকায় রেল লাইনের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সচিব বলেন, অক্টোবরের প্রথম সপ্তাহে রেল ট্রায়াল রানে যাবে। ওই মাসের শেষ সপ্তাহে কক্সবাজারের রেল উদ্বোধন করা হবে। বন্যায় পাত বাঁকা হয়নি, কিছু জায়গায় পাথর সরে পাত ঝুলে আছে। পত্রিকার রিপোর্ট দেখে মনে হচ্ছে রেলের এমব্যাংকমেন্ট ভেঙে ভেসে চলে গেছে। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্ভাব্যতা যাচাই থেকে শুরু করে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে নির্মাণ কাজ হচ্ছে। তাই নির্মাণ কাজে কোনো গাফিলতি নেই। গাফিলতি থাকলে সেটি দেখা হবে। আমাদের টেকনিক্যাল টিমের সঙ্গে বসে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে। প্রয়োজন হলে ভবিষ্যতে যেন এমন না হয় আরো কিছু কালভার্ট নির্মাণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App