×

সারাদেশ

শোক দিবসে ৫০ হাজার মানুষকে খাদ্য সামগ্রী দিলেন মুরাদ হাসান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০৯:২৩ পিএম

শোক দিবসে ৫০ হাজার মানুষকে খাদ্য সামগ্রী দিলেন মুরাদ হাসান
শোক দিবসে ৫০ হাজার মানুষকে খাদ্য সামগ্রী দিলেন মুরাদ হাসান
শোক দিবসে ৫০ হাজার মানুষকে খাদ্য সামগ্রী দিলেন মুরাদ হাসান
জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৬০টি স্থানে প্রায় ৫০ হাজার মানুষের কাঙালিভোজ অনুষ্ঠিত হয়েছে। একইসময় বাউসি মুক্তিযুদ্ধ সরণিতে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে তার ব্যক্তিগত উদ্যোগে উপজেলার বিভিন্নস্থানে খাদ্য বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়। অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন-স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান। জানা যায়, এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে উপজেলার সরিষাবাড়ী পৌরসভার পুরাতন আওয়ামী লীগ অফিস, উপজেলা চত্বর, সরিষাবাড়ী প্রেসক্লাব, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাব, সরিষাবাড়ী বাসস্ট্যান্ড, বাউসি পার্টি অফিস, বলার-দিয়ার চৌধুরী মোড়, আরাম-নগর বাজার, বাউসি চর বাঙালি বাঁশতলা, ডোয়াইল_ইউনিয়নের কুটিরহাট উচ্চ বিদ্যালয়, রায়দের-পাড় খালেকের মোড়, চাপারকোনা বাজার, ঢোলভিটি কালিতলা আওয়ামী লীগ অফিস, মাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। কামরাবাদ ইউনিয়নের হেলেঞ্চাবাড়ী তালতলা‌, শুয়াকৈর, বড়বাড়িয়া বটতলা, ধারাবর্ষা, রেলি ব্রিজ পার, সাতপোয়া ইউনিয়নের শিশুয়া, আদ্রা মাদ্রাসা মাঠ, রৌহা বাজার, জামিরা বাজার, চর সরিষাবাড়ী কাঠের ব্রীজ, ভাটারা ইউনিয়নের ভাটারা শিমুলতলী বাজার, চৌখা ফরহাদ চেয়ারম্যানের বাড়ির মোড়, হরিপুর গাবতলী বাজার, ভাটারা পার-পাড়া, বকুলতলা মোড়, আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট, পঞ্চাশী বাজার, কাবাড়িয়া-বাড়ি, চান্দের বাজার, মহাদান ইউনিয়নের ফয়েজের মোড়, সানাকৈর বাজার, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলদাইর খালেকের মোড়, বনগ্রাম বাজার মোড়, শিবপুর হাই স্কুল মাঠ। পিংনা ইউনিয়নের কাওয়ামারা মোড়, পিংনা আমতলা মোড়, পিংনা হাটখোলা, রাধানগর নদীর পাড়, নরপাড়া মোড়, মেইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারই-পটল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নল-সন্ধ্যা অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার আশ্রয়ণ প্রকল্প, ডাকাতিয়া মেন্দা, মেদুর ঈদগা মাঠ, ফুলদহের পাড়া মোড়, বাগ আগছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলদহের পাড়া রেলস্টেশন, পদ্মাপুর ব্রিজ পার্ক, কুবলি-বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীর প্রতীক আ: হাকিম সাহেবের বাসভবন, মেদুর, বাঁশুরিয়া মোড়, পিংনা কদমতলী, মিরকুটিয়া সর: প্রা: বিদ্যালয়, পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি মোড়, একুশে মোড়, বয়রা বাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল বলেন, ডা. মুরাদ হাসান এমপির ব্যক্তিগত অর্থায়নে ও অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের ব্যানারে ৬০টি স্থানে দুস্থ মানুষদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এরমধ্যে পিংনা ইউনিয়নে সর্বোচ্চ ১৯টি স্থানে বিতরণের আয়োজন করা হয়। উল্লেখ্য, ডা. মুরাদ ২০২১ সালের শেষদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নেয়ার পর জেলা ও উপজেলা আওয়ামী লীগ তাকে দলীয় কার্যক্রমে সম্পৃক্ত করেন না। জেলা আওয়ামী লীগের সাবেক কমিটিতে তিনি স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটিতে সদস্য হিসেবে থাকলেও সম্প্রতি ঘোষিত উভয় কমিটিতেই ঠাঁই দেয়া হয়নি ডা. মুরাদকে। তবে সরকারি ও প্রশাসনিক কর্মসূচিতে নিয়মিত অংশ নিচ্ছেন। নিজের অবস্থান জানান দিতে পৃথকভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে সরব তিনি। সর্বশেষ গত ৩১ জুলাই বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য মোকাবেলায় তৃণমূলের কর্মীদের নিয়ে কর্মী সমাবেশ ও বিশাল গণমিছিলে মুরাদ সমর্থকদের উপস্থিতি দেখে হতবাক হন উপজেলাবাসী। এই ব্যাপারে ডা. মুরাদ হাসান বলেন, আমি জাতির পিতার আদর্শে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনীতি করি, তিনিই আমাকে দুইবার এমপি ও প্রতিমন্ত্রী বানিয়েছেন। দলীয় কর্মকাণ্ড বাস্তবায়নের সাথে কমিটিতে থাকা না থাকা নিয়ে যায়-আসে না। নিরবচ্ছিন্নভাবে আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App