×

সারাদেশ

বাকেরগঞ্জে আ.লীগের স্মরণকালের সেরা শোক র‍্যালি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৬:২৮ পিএম

বাকেরগঞ্জে আ.লীগের স্মরণকালের সেরা শোক র‍্যালি

বাকেরগঞ্জে আ.লীগের স্মরণকালের সেরা শোক র‍্যালি

বাকেরগঞ্জে আ.লীগের স্মরণকালের সেরা শোক র‍্যালি
বরিশালের বাকেরগঞ্জে স্মরণকালের সেরা শোক র‍্যালি করলো বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ৷ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে নিহতদের স্মরণে এ শোক র‌্যালির আয়োজন করেন ৷ মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১২টায় বাকেরগঞ্জ জেএসইউ মাধ্যমিক বিদ্যালয় থেকে মিছিল আকারে র‍্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারী কলেজ মাঠে এসে শেষ হয়। এর আগে বাকেরগঞ্জ জেএসইউ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এতে যোগ দিতে বাকেরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে সকাল থেকে মিছিলে মিছিলে নেতা-কর্মীরা জড়ো হতে থাকে ৷ র‌্যালিতে অংশ নিতে জাতীয় ও দলীয় পতাকা, বঙ্গবন্ধুর ছবি সংবলিত পোস্টার, প্ল্যাকার্ড হাতে নিয়ে মিলিত হন নেতাকর্মীরা। বিভিন্ন স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে বাকেরগঞ্জের রাজপথ। র‌্যালি চলাকালীন সদর রোডের যান চলাচলা বন্ধ হয়ে যায় ৷ র‌্যালিতে ২০ হাজারের অধিক নেতা-কর্মী উপস্থিত ছিল বলে জানান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোকলেচুর রহমান ৷ বাকেরগঞ্জে আ.লীগের স্মরণকালের সেরা শোক র‍্যালি এদিকে, শোক র‌্যালিতে নেতৃত্ব দেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম চুন্নু এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া ৷ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জাতির জনক বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের আজীবন সদস্য মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ব বিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিটিআরসির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ ঝন্টু, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. মোয়াজ্জেম হোসেন মাতুব্বর আমিনুল ৷ উপজেলা নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সহ-সভাপতি আনোয়ারুল হক ভূইয়া, হাফিজুল ইসলাম নান্না, উপজেলা ভাইস চেয়ারম্যন মিজানুর রহমান মিজান, যুগ্ন সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাশ শিবু, সৈয়দ মোজাম্মেল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ স্বপন দাস। যুবলীগ সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান, পৌর যুবলীগ সভাপতি খন্দকার জিয়াউর রহমান রিপন, সাধারণ সম্পাদক আবুল কালাম , প্রচার সম্পাদক ও কাউন্সিলর খান মো. সেলিম , ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম ডাকুয়াসহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতারা। পরে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয় ৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App