×

সারাদেশ

জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ১১:৪০ পিএম

জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি

জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি। ছবি: কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুরে মিজান মাঝি (৪৫) নামের এক জেলের জালে ধরা পড়েছে ৯৬ মন রুপালি ইলিশ। সোমবার (১৪) দুপুরে এসব মাছ মৎস্য বন্দর মহিপুরের ফয়সাল ফিস নামক মৎস্য আড়তে নিয়ে আসা হয়। পরে এসব মাছ খোলা ডাকের মাধ্যমে ৩৯ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়। ৬৫ দিনের অবরোধ শেষে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছিল না।

বৈরী আবহাওয়ার কারনে সমুদ্রে যেতে পারছিলো না জেলেরা। আবহাওয়া অনুকুুলে আসলে সমুদ্রে ছুটে যায় মাছ শিকারের উদ্দেশ্য। অন্যান্য ট্রলারের মত তেমন একটা ইলিশ ধরা না পরায় হতাশ হয়ে ৫ দিন পর উপকুলের কাছাকাছি সমুদ্রে জাল ফেলতেই মিজান মাঝির জালে ঝাঁকে ঝাকে ইলিশ ধরা পড়ে। এসব তথ্য নিশ্চিত করেছেন মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতি। এফবি ভাই ভাই ট্রলারের মালিক ও মিজান মাঝি জানান, ট্রলার নিয়ে গত ৫ দিন আগে নোয়াখালীর সামরাজ থেকে গভীর সাগরের উদ্দেশ্যে ছেড়ে যায়। কয়েকদিন সাগরে জাল ফেলার পরও তাদের জালে ইলিশসহ অন্যান্য মাছ মিলছিল না। রবিবার পায়রা বন্দরের শেষ বয়ার কাছাকাছি সমুদ্রে জাল ফেলার পর এক খ্যাওয়ে (একটানে) ধরা পড়ে ৯৬ মন ইলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App