×

সারাদেশ

আবারো নির্বাচিত হলে ছাতক-দোয়ারা হবে স্মার্ট উপজেলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ১২:২০ পিএম

আবারো নির্বাচিত হলে ছাতক-দোয়ারা হবে স্মার্ট উপজেলা

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বক্তব্যের শুরুতেই শোকের মাস স্মরন করে বলেছেন, পূর্ণরায় নির্বাচিত হয়ে ছাতক-দোয়ারা বাজার এলাকাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়বো। তিনি বলেন, জনগণের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে উন্নয়ন করছি জনগণের কিছু চাওয়া অসমাপ্ত রয়েছে। তাও করবো। জাতীয় সংসদ নির্বাচন প্রায় আসন্ন। সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি সকলের প্রচেষ্টা অব্যাহত রাখার দাবি জানান।

রবিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার জাউয়া ইউনিয়ন কমপ্লেক্স ভবন মাঠে জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাস্টার আব্দুল মুকিত শহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান আকলুছ মিয়া ও জাউয়া বাজার ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক নাজমুল হকের যৌথ পরিচালনায় মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুহিবুর রহমান মানিক ছাতক-দোয়ারা বাজার এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরো বলেন, তার সময়ে ছাতক-দোয়ারায় ব্যাপক উন্নয়ন হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থায় ছাতক-দোয়ারা আলোকিত হয়েছে। ছাতকের জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ-সংগঠন আয়োজিত বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকীউপলক্ষে মিলাদ, দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি এসব কথা উল্লেখ করেন।

সভায় প্রথমে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন, জাউয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামসুল আলম। পরে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার প্রতিষ্টাকালীন চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া, গোবিন্দগঞ্জ ব্রিজ একাডেমির পরিচালক, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট সমাজকর্মী আইয়ূব করম আলী, উপজেলা কৃষক লীগের আহবায়ক চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, পাইগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা লিটন, আওয়ামী লীগ নেতা সাবেক মেম্বার তোফায়েল আহমেদ, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিসবাহ আহমদ, যুবলীগ নেতা মেম্বার এহসানুল হক এহসান, ফয়জুল ইসলাম মকু, রুমান আহমদ, খালেদ হোসেন প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী যুবলীগ'র সাধারণ সম্পাদক,উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, জাউয়া বাজার ডিগ্রী কলেজ'র ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মণি শংকর ভৌমিক, কানাডা প্রবাসি আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, চরমহল্লাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, জাউয়া বাজার ইউপি'র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, কৃষকলীগ নেতা মেম্বার অজিত দাশ, ইউপির মেম্বার নুনু মিয়া, আমতর আলী, আব্দুল কদ্দুছ সুমন, আঙ্গুর মিয়া, আলমগীর হোসেন, আব্দুন নূর, আব্দুল জলিল, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা,বিশিষ্ট ব্যবসায়ী আজির উদ্দিন, কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আপ্তাব উদ্দিন, চরমহল্লাহ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিরাজুল হক, সিংচাপইড় ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাস্টার নাসির উদ্দিন, জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামী লীগ'র সহ-সভাপতি আসক উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রতন দেব,প্রভাষক গৌছুল হক নাঈমসহ জেলা, উপজেলা, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ ও স্থানীয় লোকজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App