×

সারাদেশ

মাইক সিনেমা দেখে শৈশবে ফিরে গেলেন মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস

Icon

মো: মাজেম আলী মলিন, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ০৭:৫২ পিএম

মাইক সিনেমা দেখে শৈশবে ফিরে গেলেন মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস

‘মাইক’ ছবিটি প্রেক্ষাগৃহে বসে দেখছেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস। ছবি: গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাদেশে ন্যায় নাটোর জেলার একমাত্র সিনেমা হল আনন্দ সিনেপেক্সে মুক্তি পেলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’। ছবিটি প্রেক্ষাগৃহে শুভ মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক মোজাম্মেল হক, আনন্দ সিনেপ্লেক্সের সত্বাধিকারী সাংবাদিক আনিসুর রহমান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার অসংখ্য সিনেমাপ্রেমী দর্শক। পূর্ণদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত। আজ ১১ আগস্ট (শুক্রবার) বিকেল ৪টায় চাঁচকৈড় বাজারস্থ চৈতালী হাট মোড়ে প্রচারণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্রটি দেখে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস বলেন, আমাদের স্বাধীনতাযুদ্ধ, বঙ্গবন্ধু ও তার ৭ মার্চের ভাষণকে জানা ছাড়াও ‘মাইক’ সিনেমাতে অনেক ভালো গল্প আছে, অদ্ভুত সুন্দর গল্প আছে। একটা শিক্ষণীয় ছবি হয়েছে। ছবিটি দেখে আমাদের নতুন প্রজন্মের শিশু কিশোররা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে।

ইউএনও শ্রাবণী রায় বলেন, শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’-এর মাধ্যমে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ স্বাধীনতার ইতিহাস জানতে পারবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে ‘মাইক’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সবার প্রতি ভালো ছবি দেখার আহবান জানান।

‘মাইক’ চলচ্চিত্রের গল্পকার, প্রযোজক ও পরিচালক এফ এম শাহীন বলেন, ‘মাইক’ চলচ্চিত্র নতুন প্রজন্মের কাছে জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নতুন মাত্রায় পৌঁছে দেবে।

‘মাইক’ সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান, আলী আবদুল্লাহ দাইয়ান ভূঁইয়া, খোন্দকার মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিত প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App