×

সারাদেশ

ডুমুরিয়ায় হালিমা ক্লিনিক সিলগালা: মালিকের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ০৭:২৪ পিএম

ডুমুরিয়ায় হালিমা ক্লিনিক সিলগালা: মালিকের কারাদণ্ড

ডুমুরিয়ায় হালিমা ক্লিনিক সিলগালা: মালিকের কারাদণ্ড। ছবি: শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, (খুলনা)

খুলনার ডুমুরিয়া চুকনগরের বিতর্কিত হালিমা মেমোরিয়াল নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং ক্লিনিক মালিক মো. কামাল হোসেনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকাল ৪টায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হালিমা মেমোরিয়াল নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার উপস্থিত ছিলেন।

এ সময় আদালতের কাছে মালিক কালাল হোসেন ক্লিনিকের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে গ্রেপ্তার করেন। এবং ক্লিনিকে কোন ডাক্তার, নার্স, আয়া না থাকায় সিলগালা করে বন্ধ করে দেয়া হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ক্লিনিক কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র আনলে সেটা যাচাই-বাছাই করার পরে আবারও তিনি ক্লিনিক চালাতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App