×
Icon এইমাত্র
ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকি মামলার শুনানি চলছে

সারাদেশ

রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত এক কৃষকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ০১:০২ পিএম

রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত এক কৃষকের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রামেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষকের মৃত্যু হয়। মৃত কৃষকের নাম আইয়ুব আলী (৪০) তার বাসা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর থানার ফুলবাড়িয়া গ্রামে।

হাসপাতাল সূত্র জানায়, গত শনিবার ডেঙ্গু জ্বর নিয়ে ওই কৃষক প্রথমে গোমস্তপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি হন। অবস্থার অবনতি হলে সোমবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হল।

উল্লেখ্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৭৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে।

হাসপাতালের পরিচালক এফ এম এ শামীম আহমেদ জানিয়েছেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App