×

সারাদেশ

কাউখালীতে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বাসা-অফিস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ০৭:৫৬ পিএম

কাউখালীতে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বাসা-অফিস

কাউখালীতে বৃষ্টিতে তলিয়ে গেছে বাসা-অফিস । ছবি: কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বসতবাড়ি বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসে হাঁটু সমান পানি। গত পাঁচ দিন দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এ অঞ্চলে। ভারী বৃষ্টির পাশাপাশি নদীর পানি বেড়ে যাওয়ায় কাউখালী উপজেলার অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে জনসাধারণ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

অফিস আদালত-স্কুল-কলেজে উপস্থিতিও কম। মানুষের আনাগোনা কম থাকায় দোকানপাঠে বেচা-বিক্রি কমে গেছে। রিকশাচালক ও দিনমজুররা পড়েছে চরম বিপাকে। ইতিমধ্যে উপজেলার শত শত পুকুর ও মাছের ঘের থেকে লক্ষাধিক টাকার মাছ ভেসে গেছে।

এই অবস্থা আরও ২-৩ দিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে। তবে মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ৩ দিন ভারী বৃষ্টিসহ বজ্র বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বরিশাল অঞ্চলের আবহাওয়া অফিস। সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App