×

সারাদেশ

বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি গোয়াইনঘাট যুবলীগের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ০৭:৪২ পিএম

বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি গোয়াইনঘাট যুবলীগের

বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবিতে গোয়াইনঘাট যুবলীগের মানববন্ধন। ছবি: নজরুল ইসলাম, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, ৭৫ এর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারপার্সন তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর ও কানাডার ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠনের আখ্যায়িত পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবলীগ মানববন্ধন করেছে।

সোমবার (৭ আগস্ট) বেলা ১২টায় গোয়াইনঘাট প্রেস ক্লাবের সামনে উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আহমদ মোস্তাকিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শাহাবঊদ্দিন, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, মুজিবুর রহমান লাইব্রেরি, রেজাউল করিম রাজ্জাক, জিয়াউল হাসান চৌধুরী, কামাল হোসেন, কামাল উদ্দিন, সালেহ আহমদ, সোহান দে, বিধান চন্দ্র ,পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, নুরুল মুমিন জাহেদ, বেলাল আহমদ, নজরুল হোসেন, বিলাল উদ্দিন, রাশেদ পারভেজ লাভলু, রফিক সরকার, শেরগুল গোসাই, সুহেল আহমদ, রুবেল আহমদ, শাহআলম, জালাল উদ্দিন, তোফায়েল আহমদ, ইজ্জত উল্লাহ, বিলাল উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ৭৫সালে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বপরিবারে হত্যার ঘটনায় পরোক্ষভাবে জড়িত ছিল, তার নীল নকশা অনুযায়ী খুনি মোস্তাক গংরা সেদিন ইতিহাসের এই জঘন্যতম ঘটনা ঘটিয়েছিল। আজ আমরা খুনি জিয়াউর রহমানের মরনোত্তর বিচারের দাবি জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, ২১ আগষ্টের মাষ্টারমাইন্ড পলাতক তারেকসহ ৭৫ এর পলাতক সকল খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর ও কানাডার ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংঘঠনের আখ্যায়িত পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধন শেষে উপজেলা ও ইউনিয়ন যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করে আওয়ামী যুবলীগ গোয়াইনঘাট উপজেলা শাখা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App