×

সারাদেশ

গোমস্তাপুরে সাপের কামড়ে দুই শিক্ষকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ০৭:১৭ পিএম

গোমস্তাপুরে সাপের কামড়ে দুই শিক্ষকের মৃত্যু

গোমস্তাপুর থানা। ছবি: গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামের ইকরা ক্কাওমীর মডেল মাদ্রাসায় সাপের কামড়ে দুই শিক্ষকের মৃত্য হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

রবিবার (৬ আগষ্ট) দিবাগত রাত আড়াইটার দিকে মাদ্রাসায় একটি কক্ষে পাশাপাশি ঘুমিয়ে থাকা অবস্থায় দুই শিক্ষকে বিষাক্ত সাপে কামড় দিলে তাদের মৃত্যু হয়।

দুই শিক্ষক হলেন, মো. রাসেদুল ইসলাম (৩৫) সে নওগাঁ জেলার পোরশা উপজেলার কাশিদাঁড়া গ্রামের বাসিন্দা অপর জন মো. জোবায়ের হোসেন (২৮) সে রাজশাহী জেলার বাগমারা উপজেলার বিষুপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গত রাতে মাদ্রাসার একটি কক্ষে দুই শিক্ষক ঘুমিয়ে ছিলো। গভীর রাতে তাদের বিষাক্ত সাপে কামড় দিলে তাদের সহকর্মীরা স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গিয়ে বিষ নামানোর চেষ্টা করে। পরে সকালে অবস্থার অবনতি হলে তাদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মো. রাসেদুল ইসলামের মৃত্যু হয় এবং মো. জোবায়ের হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে হস্তান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App