×

সারাদেশ

ডুমুরিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ০১:০৩ পিএম

ডুমুরিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২
খুলনায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার সংঘর্ষে দুইজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্য একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন-মাদারীপুর জেলার বাসিন্দা বেবী বেগম। তবে নিহত অন্যব্যক্তির পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। তার মরদেহ ডুমুরিয়া হাসপাতালে জরুরি বিভাগ রয়েছে। আহতরা হলেন-শাহেদ হাসান, সবুজ, তুহিন, রাবেয়া খাতুন, হীরা বেগম, সবুজ খান, হাসান মোল্লা, সুলতানা পারভীন, জেসমিন কবির, আহাদ গাজী, বাবুল শরীফ, উম্মে সালমা, আনোয়ারা বেগম, আমেনা বেগম, নুর ইসলাম, রিজিয়া বেগম, জাহাঙ্গীর কবির, বিল্লাল হোসেন, মোস্তফা শেখ, আইয়ুব আলী। প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইজন বাসযাত্রী নিহত হন। এই ঘটনায় ২১ জন আহত হন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ ও ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ডুমুরিয়াা ফায়ার স্টেশনের ইনচার্জ সরদার শরীফুল ইসলাম বলেন, দুইজন যাত্রীর মরদেহ উদ্ধার করেছি। আহত ২১ জনকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ সুফিয়ান রুস্তুম বলেন, ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত ১২ জনকে আনা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে এখানে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App