×

সারাদেশ

ঝিকরগাছায় নারীর অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ০৭:০২ পিএম

ঝিকরগাছায় নারীর অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ছবি: ভোরের কাগজ

যশোরের ঝিকরগাছা আলহাজ্ব রফিউদ্দীন আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে নারীর অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেডক্রাফট্ এক্সচেঞ্জ এর র্অথায়নে, উলাসী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ ও ট্রেডক্রাফট্ এক্সচেঞ্জ এর বাস্তবায়নে যশোর জেলার ঝিকরগাছায় নারীর ক্ষমতায়ন নামক শীর্ষক প্রকল্পের আওতায় জেন্ডার সমতা ও নারীর অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে বুধবার (২৬ জুলাই) সকালে ঝিকরগাছা আলহাজ্ব রফিউদ্দীন আলিম মাদ্রাসা মাঠে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত। উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি মাফরুহা আকবার শিল্পীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি।

এসময় বক্তব্য রাখেন, আলহাজ্ব রফিউদ্দীন আলিম মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রিন্স, সুপার আব্দুল মোত্তালিব, শিক্ষক আব্দুর রশিদ, উলাসী সৃজনী সংঘের ফিল্ড কো-অর্ডিনেটর নার্গিস আক্তার, উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক আতাউর রহমান জসি প্রমূখ।

এসময় উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দসহ বিদ্যালয়ের সাড়ে ৪ শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক/শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App