×

সারাদেশ

কুড়িগ্রামে বজ্রপাতে ৯ শিক্ষার্থী আহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ১০:৪৫ পিএম

কুড়িগ্রামে বজ্রপাতে ৯ শিক্ষার্থী আহত

প্রতীকী ছবি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ক্লাস চলাকালীন বজ্রপাতে মাদরাসার ৯ শিক্ষার্থী আহত হয়েছে। এসময় গোটা মাদ্রাসা জুড়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

সোমবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাকিরপশা ইউনিয়নের চাকিরপশা ইসলামিয়া দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত শিক্ষার্থীরা হলো আব্দুর রাজ্জাক, নাজমিন নাহার, সুমাইয়া, রোকসানা, আফরোজা, নির্রমা, আলী রাজ, ফারজানা ও সানজিদা।

মাদরাসা সুপার মানিক মিয়া বলেন, ক্লাস চলাকালীন সময়ে হটাৎ বিকট শব্দে বজ্রপাত হলে মাদরাসার ষষ্ঠ ও নবম শ্রেণীর নয়জন শিক্ষার্থী গুরুতর আহত হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করাই। এ সময় মাদ্রাসা এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। রাজারহাট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বজ্রপাতে আহত মাদরাসা শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে আসার পর আমরা দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করি। আহতদের মধ্যে সাতজন মেয়ে ও দুজন ছেলে রয়েছে। আহতদের অবজারভেশনে রাখা হয়েছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, দুপুরের দিকে হঠাৎ বজ্রপাতে মাদরাসার নয়জন শিক্ষার্থী আহত হয়েছে। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App