×

সারাদেশ

দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা দেয়ার অঙ্গীকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০৮:১৯ পিএম

দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা দেয়ার অঙ্গীকার

জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষ্যে রাজশাহীর তানোর উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ শীর্ষক প্রতিপাদ্যের আলোকে রবিবার তানোর উপজেলা প্রশাসন বর্নাঢ্য র‌্যালি, আলোচনা সভা, বিভিন্ন দপ্তরের সেবার উপর ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন ও সরাসরি সেবা প্রদান কার্যক্রমসহ দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকরা র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেন।

উপজেলার সব দপ্তরের কর্মকর্তারা দুর্নীতিমুক্ত, স্বজনপ্রীতি ও অনিয়ম বন্ধ করে সেবা দেয়ার প্রতিশ্রুতি দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, সরকারি দপ্তরগুলো জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তথ্য-প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ধরনের উদ্ভাবনী প্রয়াস চালাচ্ছে। সাধারণ মানুষকে দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা প্রদানের মাধ্যমেই সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App