×

সারাদেশ

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে বলেই দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ০৭:৪৫ এএম

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে বলেই দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে

ছবি: ভোরের কাগজ

সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে শেখ হাসিনা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি, সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।

সোমবার দিবাগত রাতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পালপাড়ায় চার দিনব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠানের শেষদিনে উপস্থিত হয়ে এক বক্তব্যে একথা বলেন তিনি।

আরিফুর রহমান দোলন বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর সকল ধর্মাবলম্বী মানুষ নিরাপদে ধর্মীয় অনুষ্ঠান করতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় আছে বলেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে বলেই দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার বিষয়ক সম্পাদক হিটান্ত কুমার ঘোষ, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. নাজমুল ইসলাম রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কামরুজ্জামান কদর, টগরবন্দ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. নুর নবী মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. আশিকুর রহমান, ইউপি সদস্য জাকির মিয়া, রাজ্জাক মোল্যাসহ মন্দির কমিটির পরিচালনা পর্ষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App