×

সারাদেশ

মানসিক ভারসাম্যহীন অজিমাকে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ০৫:১৮ পিএম

মানসিক ভারসাম্যহীন অজিমাকে হত্যা

ছবি: ভোরের কাগজ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় শৌলমারী ইউনিয়নের সবুজ পাড়া গ্রামে গণশিক্ষা প্রতিমন্ত্রীর চাতালের গেটের সামনে থেকে এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার ১৪ জুলাই দিবাগত রাতে এই হত্যা কান্ড ঘটেছে বলে ধারণা করছেন পুলিশ ও স্থানীয়রা। নিহত অজিমা খাতুন (৫৮) উপজেলার শৌলমারীর সবুজ পাড়া গ্রামের মৃত রজব আলীর মেয়ে। পুলিশ ও স্থানীয় এলকাবাসী জানিয়েছে, শনিবার সকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের সবুজপাড়া গ্রামে গণশিক্ষা প্রতিমন্ত্রীর চাতালের গেটের সামনের রাস্তার পাশে জামাল (অব.) পুলিশের ফসলি জমিতে অজিমা নামে ওই মানসিক ভারসাম্য নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। রৌমারী থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্তপূর্বক মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, রাতে ওই নারীকে কে বা কারা হত্যা করে ফসলি জমিতে মরদেহ ফেলে যান। প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে ময়নাতদন্তের পর জানা যাবে এ হত্যাকান্ডের মূল কারন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই মানসিক ভারসাহীন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রৌমারী থানা পুলিশ। শৌলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে যেই জড়িত থাকুক। তাকে আইনের আওতায় এনে ন্যায়বিচারের দাবি জানান তিনি। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর মূল ঘটনা জানা যাবে। তবে অজিমার ভাই মিজানুর রহমান বাদী হয়ে এই হত্যা কান্ডের অভিযোগ দায়ের করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App