×

সারাদেশ

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৬:১৮ পিএম

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা
চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে প্রতীক পেয়েই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। এর আগে বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান। প্রার্থীদের মধ্যে তৃণমূল বিএনপি’র দীপক কুমার পালিত পেয়েছেন-‘সোনালী আঁশ’ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভূঁইয়া পেয়েছেন ‘রকেট’, আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু পেয়েছেন ‘নৌকা’, জাতীয় পার্টির মো. সামসুল আলম পেয়েছেন ‘লাঙ্গল’ এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এর রশিদ মিয়া পেয়েছেন ‘ছড়ি’। রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এখন প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। তবে কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। ইতিমধ্যে এ বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে। সকল প্রার্থীদের নির্বাচন আচরণবিধি মেনে প্রচারণা চালাতে বলা হয়েছে। তিনি চট্টগ্রাম-১০ আসনের আওতাধীন ৮টি ওয়ার্ডে প্রতি ওয়ার্ডে একটি করে নির্বাচনী কার্যালয় ও একটি মাইক ব্যবহারের নির্দেশনা প্রদান করেন। প্রতীক পেয়ে চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগ প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী প্রচারণা শুরু করেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল, জঙ্গীশাহ মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, নৌকা প্রতীক অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সমৃদ্ধির প্রতীক। আ’লীগের সাথে জনগণ আছে, এই জনগণ কখনো অশুভ শক্তিকে গ্রহণ করেনি। তারা শুভ যাত্রায় নৌকাকেই বরণ করেছে। এই নৌকায় আমাদের সমস্ত সাফল্য ও অর্জনের বাহন। আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে প্রমাণ করবে এদেশে গণতন্ত্র আছে, ভোটাধিকার আছে এবং আমরাই আমাদের শক্তি। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে নৌকা প্রতীকটি দিয়েছেন তার মর্যাদা রক্ষায় আমি সকলের ভালবাসা ও আস্থা চাই। দেশ ও জাতির শুভযাত্রায় সারথী হতে পেরে আমি গর্বিত। নির্বাচিত হলে আমার পূর্বসূরীর মতই মানুষের পাশে থাকবো। তিনি প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন-নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান প্রমুখ। প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। বিগত তিনটি সংসদ নির্বাচনে (২০০৮, ২০১৪ ও ২০১৮) এ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ডা. আফছারুল আমীন। গত ২ জুন আফছারুল আমীনের মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় আগামী ৩০ জুলাই এ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই করা হয় ৬ জুলাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হয় ১৩ জুলাই। সব কেন্দ্রে ভোট নেয়া হবে ইভিএম ব্যবহার করে। ভোটকেন্দ্রে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনের উপনির্বাচনে ১৫৬টি ভোট কেন্দ্র ও ১ হাজার ২৫১টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণে দায়িত্ব পালন করবেন ৩ হাজার ৯০৯জন। এছাড়াও অতিরিক্ত ৫ শতাংশ সহ ৪ হাজার ১০৫ জন ভোট গ্রহণ কর্মকর্তাকে প্রস্তুত করা হচ্ছে। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App