×

সারাদেশ

ফটিকছড়িতে ৪টি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৫:৫৭ পিএম

ফটিকছড়িতে ৪টি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
ফটিকছড়িতে ৪টি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
ফটিকছড়িতে অনুমোদন না থাকায় একটি হাসপাতাল ও তিনটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সীলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই অভিযান পরিচালনা করেন। এসময় কাজীরহাট বাজারস্থ ভূজপুর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে অনুমোদন না থাকায় সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। পরে দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারের হেঁয়াকো ডায়াগনস্টিক সেন্টার, সেবা ডায়াগনস্টিক ও হেলথ ভিউ এভাকেয়ার নামে তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে অনুমোদন না থাকায় সিলগালা করে দেয় প্রশাসন। এসময় অনুমোদন বিহীন প্রতিষ্ঠান পরিচালনা করায় হেয়াকো ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডাঃ সুমনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি হেয়াকো ও কাজিরহাট বাজারের দুইটি ফার্মেসি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেয় মোবাইল কোর্ট। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আরেফিন আজীম, ভূজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকি সহ পুলিশের একটি টিম। জানতে চাইলে সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App