×

সারাদেশ

সব গৃহহীনকে ঘর দেয়া হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ০৯:২৫ পিএম

সব গৃহহীনকে ঘর দেয়া হবে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও গৃহহীন-ভূমিহীনমুক্ত বাংলাদেশ গড়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে গৃহহীন-ভূমিহীন ব্যক্তিদের মধ্যে জমিসহ সুন্দর ঘর দিয়েছেন। আশ্রয়ন প্রকল্প-২-এর কাজ শেষ হলে বেড়া উপজেলায় কেউ ভূমিহীন থাকবে না।

আজ বুধবার (১২ জুলাই) পাবনার বেড়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত মুজিব শতবর্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ‘ক’ শ্রেণির পরিবার পুনর্বাসনে বেড়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণার যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস আয়োজিত নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সব শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে হবে। কোন শিশুকে ঝুকিপূর্ণ কোন কাজে নিয়োজিত করা যাবে না। সরকার শিক্ষা ব্যয় নির্বাহের জন্য উপবৃত্তি দিচ্ছে, দুঃস্থদের বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছে, এরপর আর কোন শিশু শিক্ষার বাইরে থাকতে পারে না।

অনুষ্ঠান দুটিতে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. সবুর আলীর সভাপতিত্বে বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান মো. মেসবাহ উল হক ও মোছা. শায়লা শারমিন ইতি ও বেড়ার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App