×

সারাদেশ

চট্টগ্রামে বিপুল পরিমাণ নকল ফেসওয়াশ জব্দ, জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ০৫:৫৯ পিএম

চট্টগ্রামে বিপুল পরিমাণ নকল ফেসওয়াশ জব্দ, জরিমানা
বিদেশি ফেসওয়াশের অনুকরণে কোনো ধরনের অনুমোদন ছাড়াই নকল ফেসওয়াশ তৈরি করে তা বিক্রি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল একটি চক্র। আর এই নকল ফেসওয়াশ বিক্রি করে হাতিয়ে নিচ্ছিল লাখ লাখ টাকা। তবে বুধবার (১২ জুলাই) চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজার আমতল এলাকার একটি ভবনের গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ফেসওয়াশ আটক করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে অবৈধ ফেসওয়াশ মজুদ রাখার দায়ে মজুদকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে বিএসটিআইয়ের ইন্সপেক্টর মাহফুজুর রহমান এবং জিল্লুর রহমান’র উপস্থিতিতে কোতোয়ালী থানাধীন আমতল এলাকার রয়েল টাওয়ারের তৃতীয় তলার একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ এই ফেসওয়াশ জব্দ করা হয়। এসময় কোতোয়ালী থানা পুলিশের এসআই নয়ন চৌধুরী পুলিশ ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। তিনি আরও জানান, এই ফেসওয়াশগুলোর গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে হিমালয়া কোম্পানির নাম এবং ঠিকানা: বিসিক শিল্প অঞ্চল, জামালপুর লেখা ছিল। কিন্তু এগুলোতে ছিল না কোন বিএসটিআই এর লোগো। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে সেখানে হিমালয়া কোম্পানির চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধি ছুটে এলেও তিনি কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তবে ওই কোম্পানির প্রতিনিধির বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেয়া হয়নি বা তার নামও জানাতে পারেননি ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, ভোক্তাকে প্রতারিত করার উদ্দেশ্যে ফেইসওয়াশগুলোকে বিদেশি পণ্য হিসেবে বাজারজাত করার দুরভিসন্ধি নিয়ে পণ্যগুলোর গায়ে পণ্যের উপাদান এবং অন্যান্য তথ্যগুলো বাংলায় না লিখে ইংরেজিতে লেখা ছিল। বাংলাদেশে উৎপাদিত সকল পণ্য মোড়কজাত করার আগে বিএসটিআইয়ের অনুমোদন প্রয়োজন। সে অনুমোদনও তাদের ছিল না। তিনি জানান, এসকল অপরাধে অবৈধ পণ্য মজুদ করার দায়ে গোডাউন এর ম্যানেজার জমিল উদ্দীনকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং আনুমানিক প্রায় ২৫ লাখ টাকার অনুমোদন হীন ফেসওয়াশ জব্দ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App