×

সারাদেশ

চট্টগ্রামে টিসিবির পণ্য অবৈধভাবে বিক্রি, আটক ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ০৫:১৫ পিএম

চট্টগ্রামে টিসিবির পণ্য অবৈধভাবে বিক্রি, আটক ৪
রোদ-বৃষ্টির মধ্যে দীর্ঘ লাইন ধরেও চট্টগ্রামের অনেক নাগরিক সরকারের দেয়া কম দামের ভোজ্য তেল, ডাল পাচ্ছে না। টিসিবি' র ডিলারের মাধ্যমে সাধারণ জনগণের জন্য দেয়া এসব পণ্য চলে যাচ্ছে একশ্রেনীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে। তবে অবৈধভাবে টিসিবি'র তেল গুদামজাত সহ অন্য তেলের লোগো ব্যবহার করে বিক্রয় এবং মজুদ করার দায়ে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের ৪ জনকে আটক করেছে র‌্যাব-৭ এর একটি টিম। উদ্ধার করা হয়েছে দুই হাজার ৫৫২ লিটার তেল। র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন বিসিএসআইআর গবেষনাগার এর বিপরীত পার্শ্বে কালাম স্টোরে অবৈধভাবে টিসিবি‘র পণ্য মজুদ করে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব' র একটি টিম অভিযান চালিয়ে মোঃ খোরশেদ আলম (৪০), আব্দুল সালাম (৪৭), মোঃ নয়ন (২২) এবং আল হাদীস (২৪) নামে চারজনকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ এবং তাদের দেখানো ও শনাক্ত মতে উক্ত দোকানের ভিতর থেকে টিসিবি লোগোযুক্ত ২ হাজার ৫৫২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তার দীর্ঘদিন যাবৎ টিসিবি’র পণ্য সংগ্রহ করে অবৈধভাবে ওই দোকানে মজুদ রেখে টিসিবি’র লোগো সম্বলিত সয়াবিন তেলের বোতলে অন্য তেলের লোগো লাগিয়ে বিক্রয় করে আসছে। এই চার আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App