×

সারাদেশ

আহা কি মজা, আজ আমাদের বিয়ে...

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০৬:১০ পিএম

আহা কি মজা, আজ আমাদের বিয়ে...
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান ও লিপি ওসমানের বিয়ের তিন যুগ পূর্ণ হয়েছে। সোমবার তাদের ৩৬তম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে রোববার ঠিক ১২টা ১ মিনিটে পরিবারের সবাইকে নিয়ে কেক কাটেন লিপি ওসমান। কেককাটার আগমুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে পুত্র অয়ন ওসমান আনন্দঘন মুহুর্তের ভিডিও প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শামীম ওসমান তার সহধর্মিণীর দুই কাঁধে হাত রেখে উচ্চ স্বরে মজা করে বলছেন— ‘আহা কি মজা, আজ আমাদের বিয়ে, আজ আমাদের বিয়ে। ৩৬ বছর একজনকে নিয়ে কাটালাম আল্লাহ আল্লাহ’। এরপর বাবা-মায়ের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান-অয়ন ওসমান। এসময় উপস্থিত ছিলেন-অয়ন ওসমানের স্ত্রী ইরফানা আহমদ রাস্মী, তার ছেলে যোহা ইফরাইম ওসমান আর্জিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভিডিওটি মুহুর্তেই ভাইরাল হয়। শামীম ওসমান বলেন, বোমা, গুলি, হামলা, মামলা—এসব কিছুকে ভয় না পেলেও আমার স্ত্রী লিপিকে দেখে ভয় পাই। শামীমপত্নী সালমা ওসমান লিপি বলেন, আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে কমিটমেন্ট, রেসপনসিবিলিটি, ভরসা, বিশ্বাস, শেয়ারিং-কেয়ারিং। যার কাঁধে মাথা রেখে নিশ্চিন্ত হওয়া যায়। যে কখনো ছেড়ে যাবে না, ভুল বুঝবে না, যে সবসময় ভালোবাসবে। তিনি বলে, উনি (শামীম ওসমান) আমাকে ভালোবাসতো এটা বুঝতে পারতাম। তবে বিয়েটা কিন্তু আমাদের অভিভাবকরা ঠিক করেছে। সত্যিকারের প্রেম যে বিষয়টা, সেটা আমার বিয়ের পর শেখা। কেউ আপনাকে পছন্দ করে, এটা হয়তো একটু দেরি করে বুঝবেন, তবে একবার বুঝে গেলে সেটা ভাঙা কিন্তু খুব কঠিন। উল্লেখ্য, শামীম ওসমানের বাবা এ. কে. এম. শামসুজ্জোহা ছিলেন বাংলাদেশের প্রথম সংসদ সদস্য এবং তাদের দাদা এম ওসমান আলী ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য। ছাত্র জীবনে সরকারি তোলারাম কলেজে লেখাপড়া করাকালীন মহিলা কলেজে অধ্যয়নরত সালমা ওসমান লিপির সাথে পরিচয় ও প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App