×

সারাদেশ

টগরবন্দ ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০৬:০৯ পিএম

টগরবন্দ ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ছবি: ভোরের কাগজ

টগরবন্দ ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
টগরবন্দ ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
টগরবন্দ ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নে দীর্ঘ প্রায় ৭ বছর পর জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে রবিবার (৯ জুলাই) বিকাল ৪টার দিকে আলফাডাঙ্গা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করে টগরবন্দ ইউনিয়ন কৃষকলীগ।

ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও টগরবন্দ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কে এম আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

এ অধিবেশনে উদ্বোধন হিসেবে বক্তব্য দেন,উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দোলোয়ার হোসেন। তিনি বলেন, নেতৃত্ব দিতে গেলে দক্ষ হতে হবে। সংগঠনের কাজ করতে হবে। শুধু পদ থাকলে নেতা হওয়া যায় না। নেতা হলে কাজ করতে হবে। সংগঠন এমনি এমনি চলে না। নেতাকেই সংগঠন পরিচালনা করতে হয়। সংগঠনের ভাবমুর্তী নষ্ট হয় এমন কোন কাজে জড়িত থাকা যাবে না। নেতা সব সময় সংগঠনের পাশাপাশি কর্মীর আস্থাভাজন হবেন। নিজেই নিজেকে নেতা হিসেবে তৈরি করার দরকার নেই। সংগঠনের কাজ করুক কর্মীরাই আপনাকে নেতা হিসেবে স্বীকৃতি দেবে।

তিনি বলেন, সংগঠন যেটাই হোক আওয়ামী লীগের বাইরে কেউ না। প্রতিটি নির্বাচনে নৌকার বিজয় ঘটাতে হবে। নৌকার বিজয় মানে দেশ বাসীর বিজয়। নৌকা ক্ষমতায় গেলে মানুষ শান্তিতে থাকে। তাই দলমত নির্বিশেষে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচন মুক্তিযোদ্ধা স্বপক্ষের নির্বাচন, এ নির্বাচন দেশের উন্নয়নের নির্বাচন। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে ধরে রাখতে শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের বৈপ্লবিক পরিবর্তন করেছেন। বঙ্গবন্ধু কন্যার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাঁড়িয়েছে এবং পাশাপাশি মধ্যেময় দেশে পরিণত হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, সহ-সভাপতি আশরাফ উদ্দীন তারা, ইকবাল হোসেন চুন্নু, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীন ফকির, সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম, জাতীয় শ্রমিকলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুর ইসলাম শেখ, টগরবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমাম হাচান শিপন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম রানা ও মো. ইয়াসিন মাস্টার প্রমুখ।

টগরবন্দ ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তিন সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

তারা হলেন- সভাপতি মো. নুর নবী মিয়া, সিনিয়র সহ সভাপতি শাহাজাহান মোল্যা ও সাধারণ সম্পাদক মো. দাউদ শেখ।

টগরবন্দ ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক নব কমিটি দলকে সংগঠিত ও স্বোচ্চার করবে বলে উপজেলা কৃষকলীগের শীর্ষ নেতাদের প্রত্যাশা। একইসাথে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন করে উপজেলা কৃষকলীগের সদস্য সচিব এর কাছে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষকলীগের আহবায়ক নির্দেশ প্রদান করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App