×

সারাদেশ

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ব্যবসায়ীর কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০৯:৩২ পিএম

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ব্যবসায়ীর কারাদণ্ড

ছবি: ভোরের কাগজ

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ স্লুইস বাজারের খান মেডিকেল হলের মালিক মোশাররফ হোসেন খানকে সাতদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ জুলাই) রাতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ এই দণ্ডাদেশ দেন। পরে তাকে রবিবার সকালে রাঙ্গাবালী থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রাঙ্গাবালী ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেক মূহিদ বলেন, চর মোন্তাজ স্লুইস বাজারের খান মেডিকেল হলে দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে আসছে এমন অভিযোগ আমাদের কাছে আসে। পরে শনিবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। এসময় খান মেডিকেল হলের মালিক মোশাররফ খানকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাতদিনের কারাদণ্ডাদেশ দেন। পরে ওই রাতেই তাকে থানায় নিয়ে আসা হয়। এরপর রবিবার সকালে কারাগারে পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App