×

সারাদেশ

মানিকগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০৭:৩৪ পিএম

মানিকগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

নিহত ডাকাত লাবলু

মানিকগঞ্জে ডাকাতি করার সময় গণপিটুনিতে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন।

মানিকগঞ্জ সদর থানা সূত্রে জানা গেছে, ৯ জুলাই রাত আনুমানিক দুইটা পাঁচ মিনিটের দিকে সদর থানার জাগীর ইউনিয়নের মেঘশিমুলিয়া এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের মাক্স ফ্যাক্টরির সামনে এ ডাকাতির ঘটনা ঘটে। ৮-১০ জনের একটি ডাকাতদল গাড়ি থামিয়ে ডাকাতি করছিল। ওই সময় ডাকাতির শিকার এক যাত্রী ৯৯৯ নম্বরে ফোন দিলে তাৎক্ষণিক মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মুখ বাঁধা অবস্থায় ডাকাতরা দ্রæত পালাতে থাকেন। পুলিশ ডাকাতদের আটকের জন্য ধাওয়া করলে তারা দৌঁড়ে পালাতে থাকেন। এমন সময় ডাকাত দলের এক সদস্য ঘুরে দাঁড়িয়ে রাকিব হাসান নামে এক পুলিশ সদস্যকে এলোপাথারি দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। তখন এসআই (নিরস্ত্র) মাহমুদুর রহমান আহত পুলিশ কনস্টেবল রাকিবের চিকিৎসার জন্য অজ্ঞাতনামা একটি পিকআপ গাড়িতে হাসপাতালে প্রেরণ করেন। আহত পুলিশ কনস্টেবলকে হাসপাতালে পাঠিয়ে তিনি ড্রাই কনস্টেবল কবির হোসেনকে নিয়ে পূনরায় ডাকাতদের আটকের জন্য দৌঁড়ে এসে দেখেন ঘটনাস্থলে উপস্থিত অজ্ঞাতনামা লোকজন এক ডাকাতকে রশি দিয়ে বেঁধে গণধোলাই দিচ্ছেন। জনতার গণধোলাই থেকে রক্ষা করার জন্য এসআই মাহমুদুর রহমান আপ্রাণ চেষ্টা করেন। পরিশেষে, উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে আহত ডাকাতকে (২৮) ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ কনস্টেবল রাকিব হাসান একই হাসপাতালের পুরুষ ওয়ার্ডের আটতলায় ৮০৮ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।

মানিকগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ সরকার ভোরের কাগজকে বলেন, নিহত ডাকাত মো. লাবলু টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নরজনা গ্রামের মৃত, শামসুল হকের ছেলে। বাকি আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ডাকাতির ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App