×

সারাদেশ

গাইবান্ধায় ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০৫:১৯ পিএম

গাইবান্ধায় ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

ছবি: ভোরের কাগজ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এসময় কারটিও জব্দ করাসহ শামীম শেখ (৩০) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৯ জুলাই) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইবনে মিজান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন। গ্রেপ্তারর শামীম শেখ টাঙ্গাইল জেলা সদরের চরপোলী গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, আজ রবিবার ভোর পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি উপজেলার গাইবান্ধা-বালাসীঘাট সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় বালাসী ফেরিঘাট টার্মিনালের ২ নম্বর গেটের সামনে এক প্রাইভেটকার তল্লাশি করা হয়। এতে কারটিতে থাকা ৪০ কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাদক কারবারি শামীম শেখকেও গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে মাদক বহনের প্রাইভেটকার, মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইবনে মিজান বলেন, গ্রেপ্তার শামীম শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App