×

সারাদেশ

চকরিয়ার ডাকাত সর্দার ফরিদ গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ০৩:০৮ পিএম

চকরিয়ার ডাকাত সর্দার ফরিদ গ্রেপ্তার

ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের হাটহাজারি থেকে ডাকাতি,অস্ত্র ও হত্যা প্রচেষ্টাসহ ১৪ টি মামলার পলাতক আসামী, চকরিয়ার ডাকাত সর্দার ফরিদুল ইসলাম ওরফে ফরিদ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে গত ৬ জুলাই গ্রেপ্তার করলেও শনিবার এ তথ্য জানিয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে। ফরিদ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার জনৈক নুরুল হুদার পুত্র। গ্রেপ্তারের পর উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে নিজেকে মামলাগুলোর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে বলে র‌্যাব-৭এর পক্ষ থেকে জানানো হয়েছে। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে নিজেকে বর্ণিত মামলাসমূহের ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী বলে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে কক্সবাজার জেলাসহ পার্শ্ববর্তী জেলাসমূহে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। এছাড়া সে আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেপ্তার এড়াতে ছদ্মনাম ধারণ করে কক্সবাজারসহ বিভিন্ন জেলায় বিভিন্ন পরিচয়ে আত্মগোপন করে ছিল। সর্বশেষ সে চট্টগ্রাম জেলার হাটহাজারী এলাকায় আত্মগোপন করে ছিল। মামলার নথিপত্র পর্যালোচনা করে সংস্থাটির কর্মকর্তারা জানান, আসামীর বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যার চেষ্টা, এবং অস্ত্র আইনের মামলাসহ সর্বমোট ১৪ টি মামলার তথ্য পাওয়া যায়। যার মধ্যে কক্সবাজার জেলার চকরিয়া থানায় ১৩ টি এবং বান্দারবান জেলার লামা থানায় ১টি। গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App