×

সারাদেশ

রাজশাহীতে ভারতীয় ভিসা সেন্টারে ঢুকে হুমকি, নারী গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ১০:২৬ এএম

রাজশাহীতে ভারতীয় ভিসা সেন্টারে ঢুকে হুমকি, নারী গ্রেপ্তার
রাজশাহীতে ভারতীয় ভিসা জালিয়াতির ঘটনায় নুরুন নাহার মিলি নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকালে নগরীর উপশহর নিউমার্কেটে তার দপ্তর থেকে বোয়ালিয়া মডেল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। নুরুন নাহার মিলি টুরস এন্ড ট্রাভেলস ব্যবসার সঙ্গে জড়িত। বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, নুরুন নাহার মিলি টুরস এন্ড ট্রাভেলসের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি একজনের পাসপোর্টে ভুয়া ভিসা লাগিয়ে দেন। যা স্ক্যানে ধরা পড়ে। এনিয়ে প্রতারিত ব্যক্তির কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযানে নামে। বিকালে ভিসা জালিয়াতির ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে ভারতীয় ভিসা সেন্টারের ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, কিছুদিন আগে রাজশাহী ভিসা সেন্টারে একজন আবেদনকারী তার পরিবারের মোট তিনটি ভিসার কাগজপত্র নিয়ে আসেন। আমরা তার আবেদনপত্র অনলাইনে যাচাই বাছাই করে দেখি তিনি আবেদনের নির্ধারিত ফি জমা না দিয়েই এসেছেন। তাকে বিষয়টি অবগত করা হয়। এসময় তিনি আরো জানান, স্থানীয় একটি টুরস এ্যান্ড ট্রাভেলসের এক নারীর মাধ্যমে তিনি অনলাইনে ভিসার ফি পরিশোধ করেছেন। ভারতীয় তিনটি ভিসার জন্য নির্ধারিত ফি ২ হাজার ৫২০ টাকা। সেখানে ওই আবেদনকারীর কাছ থেকে নেয়া হয়েছে ৭ হাজার ৫০০ টাকা। অথচ ওই আবেদনকারীর কোনো টাকাই পরিশোধ করা হয়নি। আবেদনকারী উল্টো আমাদের সন্দেহ করেন। আমরা বুঝতে পারি আবেদনকারী প্রতারণার শিকার হয়েছেন। এরপর আমরা তাকে পুলিশে অভিযোগের পরামর্শ দেই। বিপ্লব কুমার সাহা আরো বলেন, এই ঘটনার পর ৩ জুলাই সকাল পৌনে ১০টার দিকে আমাদের ভিসা সেন্টারে একজন নারী (নুরুন্নাহার খাতুন মিলি) এসে আমিসহ আমাদের অফিসের সব স্টাফকে হুমকি-ধামকি প্রদানসহ আমাদের চাকরি থেকে বরখাস্তের ভয় দেখান। ঘটনার পর অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমি মহনগরীর বোয়ালিয়া থানায় বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ করি। এরপর থানা কর্তৃপক্ষ আমাদের সহযোগিতা ও অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করে। আমাদের ভিসা সেন্টারে এমন ঘটনা এটাই প্রথম বলে দাবি করেন এই কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App