×

সারাদেশ

মিরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ১০:৫৮ পিএম

মিরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত ১৫
চট্টগ্রামের মিরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষ সহ ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে ৪ ও ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। এসময় পাগলা কুকুরের কামড় থেকে রক্ষা পায়নি গরু-ছাগলও। আহতরা-চট্টগ্রাম মেডিকেল কলেজ ও ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনার পরপরই এলাকাবাসী একত্রিত হয়ে কুকুরটিকে মেরে ফেলেছে বলে জানা গেছে। পাগলা কুকুরের কামড়ে আহতরা হলেন-উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান রনি, মানসিক প্রতিবন্ধি মন্নান, রহিম, রফিক, বিবি ফাতেমা, ফকির, হালিমা, বাবুল, মিয়া। এছাড়াও তাহমিনার ছাগল, মিয়ার গরুও পাগলা কুকুরের কামড় থেকে রক্ষা পায়নি। আহত বাকিদের পরিচয় পাওয়া যায়নি। ওয়াহেদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে অজ্ঞাত একটি পাগলা কুকুর নারী-পুরুষ, গরু-ছাগলকে কামড় দেয়। পরবর্তীতে এলাকাবাসী একত্রিত হয়ে কুকুরটি মেরে ফেলেছে। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালে পাগলা কুকুরের কামড়ে আহত দুই জন হাসপাতাল এসেছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাধারণত কুকুর কামড় কিংবা শরীরের কোন অংশে আচড় দিলে ৫টি ইনজেকশন পুশ করতে হয়। কামড়ের সাথে সাথে একটি, পরে ক্রমান্বয়ে বাকি ইনজেকশন নিতে হয়। ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশিদ বলেন, পাগলা কুকুরের কামড়ে আহত ৮ জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৬ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। কামরুল হাসান রনি এবং বিবি ফাতেমা হাসপাতালে ভর্তি আছেন। তবে বিবি ফাতেমার অবস্থা খুবই গুরুত্বর। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, পাগলা কুকুরের কামড়ে আহত গরু এবং ছাগলকে চিকিৎসা দিয়ে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App