×

সারাদেশ

বকশীগঞ্জে ডায়রিয়ায় একই গ্রামে ৩ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৩, ১১:৫৭ এএম

বকশীগঞ্জে ডায়রিয়ায় একই গ্রামে ৩ জনের মৃত্যু

ফাইল ছবি

জামালপুরের বকশীগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একই গ্রামে ৩ জনের মৃত্যু হয়েছে। উপজেলার দড়িপাড়া গ্রামে তিনদিনে তিনজনের মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রবিবার (২ জুলাই) দড়িপাড়া গ্রামের ফজলুল হকের স্ত্রী খুকু মনি (৩৫) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় খুকু মনি মারা যান। একই দিন এ গ্রামের আব্দুর রহিমের স্ত্রী জায়েদা বেগম (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

একই হাসপাতালে সোমবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দড়িপাড়া গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী আফরোজা বেগম (৫০) ও তার ২ ছেলে ভর্তি হয়। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরদিন মঙ্গলবার শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফরোজা বেগমের মৃত্যু হয়। তার দুই ছেলের অবস্থাও আশঙ্কাজনক।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশাররফ হোসেন বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমাদের টিমও মাঠে কাজ করছে। জনসাধারণকে সর্তক করা হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজুল হক বলেন, আমাদের মেডিকেল টিমের সার্বক্ষণিক নজরে আছে দড়িপাড়া গ্রাম। স্বাস্থ্যবিধি মেনে মেডিকেল টিম কাজ করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App