×

সারাদেশ

চট্টগ্রাম-১০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৬ প্রার্থী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ০৮:৪৪ পিএম

চট্টগ্রাম-১০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৬ প্রার্থী
চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের (ডবলমুরিং-হালিশহর-খুলশী) উপনির্বাচনে ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (৪ জুলাই) বিকেল পর্যন্ত অনলাইনে ও সশরীরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। আগামী ৬ জুলাই যাচাই-বাছাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার বিকেলে সাড়ে তিনটার দিকে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এছাড়া এ নির্বাচনে মহিউদ্দিন বাচ্চু ছাড়াও নিবন্ধিত ৩ দলের প্রার্থী এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জাতীয় পার্টির মো. সামসুল আলম, তৃণমূল বিএনপি’র দীপক কুমার পালিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া মনোনয়নপত্র জমা করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দিয়েছেন মো. আরমান আলী ও মনজুরুল ইসলাম ভূঁইয়া। এর আগে মোট ১৪ জন প্রার্থী নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনের উপনির্বাচনে ১৫৬টি ভোট কেন্দ্র ও ১২৫১টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণে দায়িত্ব পালন করবেন ৩ হাজার ৯০৯জন। এছাড়াও অতিরিক্ত ৫ শতাংশসহ ৪ হাজার ১০৫ জন ভোট গ্রহণ কর্মকর্তাকে প্রস্তুত করা হচ্ছে। চট্টগ্রাম অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, মঙ্গলবার বিকেল পর্যন্ত ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা করেছেন। আগামী ৬ জুলাই যাচাই-বাছাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন-চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ। এসময় গণমাধ্যম কর্মীর উদ্দেশ্যে মহিউদ্দিন বাচ্চু বলেন, আমি নির্বাচিত হলে আমার পূর্বসুরী ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী সদ্য প্রয়াত ডা. আফছারুল আমীনের অঙ্গীকার ও অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে সচেষ্ট থাকব। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা আমাকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়ন দিয়ে যেভাবে মূল্যায়ন করেছেন আমি নির্বাচিত হলে যেন তাঁর প্রতিদান দিতে পারি, সে ব্যাপারে সচেষ্ট থাকবো। এলাকাবাসীর সুখে-দুঃখে তাদের পাশে থেকে আমি আমার সাধ্যমত দলীয়, সামাজিক ও রাজনৈতিক অঙ্গীকার পালন করে যাবো। প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। গত তিনটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডা. আফছারুল আমীন এই আসনে টানা তিনবার বিজয়ী হয়েছিলেন। গত ২ জুন আফছারুল আমীন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় আগামী ৩০ জুলাই এ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। সব কেন্দ্রে ভোট নেয়া হবে ইভিএম ব্যবহার করে। ভোটকেন্দ্রে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App