×

সারাদেশ

নেত্রকোণায় বাড়ছে নদ-নদীর পানি, ডুবছে নিম্নাঞ্চল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০৭:৪৯ পিএম

নেত্রকোণায় বাড়ছে নদ-নদীর পানি, ডুবছে নিম্নাঞ্চল
গত চার পাঁচদিন ধরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোণায় প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে অব্যাহতভাবে। ইতিমধ্যে কলমাকান্দা উপজেলায় উব্ধাখালী নদীর পানি কলমাকান্দা পয়েণ্টে বিপদসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এছাড়া সোমেশ্বরী, কংস ও ধনু নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ও বড়খাপন ইউনিয়নের অন্তত ৭টি গ্রামের নিম্নাঞ্চলে দেড় শতাধিক বাড়ীতে পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে বেশকিছু গ্রামীণ জনপদ। এরমধ্যে সবচেয়ে চলাচল অযোগ্য হয়ে গেছে কলমাকান্দা টু বরুয়াকোণা রাস্তাটি। আকস্মিকভাবে বৃদ্ধি পাওয়া এই পানি বেশকিছু বিদ্যালয়ের মাঠ পেরিয়ে প্রবেশ করেছে বারান্দাসহ আশপাশে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও সোমবার (৩ জুলাই) দুপুর নাগাদ কোন বাড়ি-ঘরে পানি ঢুকেনি। তবে স্থানীয় প্রশাসন বন্যার আশংকা মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি নিয়েছে। এবিষয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানান, কলমাকান্দায় কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা হলে বন্যার্তদের উদ্ধারের জন্য টিম তৈরী আছে, তাদের জন্য খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র এবং পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুদ রাখা আছে। ইতিমধ্যে কন্ট্রোল রুমও খোলা হয়েছে। এছাড়া জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ সোমবার কলমাকান্দা উপজেলার বেশকিছু বন্যার্ত এলাকা পরিদর্শন করেন এবং কলমাকান্দা সদর ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য সরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। অন্যদিকে কলমাকান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন জানান, কলমাকান্দা উপজেলায় বিভিন্ন এলাকায় এপর্যন্ত ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় পানি উঠেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App