×

সারাদেশ

৫০০ বীর মুক্তিযোদ্ধাকে সিএমপি কমিশনারের ঈদ উপহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৩, ০৫:৫৭ পিএম

৫০০ বীর মুক্তিযোদ্ধাকে সিএমপি কমিশনারের ঈদ উপহার
চট্টগ্রামের ৫০০ বীর মুক্তিযোদ্ধাকে ঈদুল আজহার উপহার দিয়ে সম্মান জানালো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। গত ২৭ জুন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়াস্থ পুলিশ লাইনের ইনডোর গেমস অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের হাতে এসব উপহার তুলে দিয়ে সম্মাননা জানান সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়। এসময় তিনি তাদের সাথে কুশল বিনিময় করেন। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর একটি প্রয়াস থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই আয়োজন বলে মন্তব্য করেন পুলিশ কমিশনার। এসময় সেখানে বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহম্মদ, ইউনিট কমান্ডার, মহানগরী ইউনিট কমান্ড সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ মহোদয়সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই ঈদ উপহার এবারই সিএমপি' র পক্ষ থেকে প্রথমবার বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক গ্রন্থের প্রণেতা সিরু বাঙালী। তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন-অভিনব একটা পদ্ধতি চালু করলেন চট্টগ্রামের পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। বীর মুক্তিযোদ্ধাদের জন্য "ঈদ শুভেচ্ছা উপহার"। অসাধারণ ! কী উপহার পাঠালেন সেটা বড়ো কথা নয়। বড় হলো, স্বাধীনতার পর চট্টগ্রামের পুলিশ প্রশাসন প্রথম বারের মতো বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করলেন। আপনিও ঈদের শুভেচ্ছা নিন প্রিয় পুলিশ কমিশনার। ঈদের শুভেচ্ছা নিন প্রিয় পুলিশ কমিশনার। অন্য মুক্তিযোদ্ধাগণও সিএমপি কমিশনারের এ ভূমিকাকে ধন্যবাদ জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App