×

সারাদেশ

পাথরঘাটায় শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৩, ০৫:২৯ পিএম

পাথরঘাটায় শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট
রাত পোহালেই মুসলিমদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর তাই স্বীয় প্রতিপালকের সন্তুষ্টির লক্ষ্যে পছন্দের কুরবানির পশুটি ক্রয়ের জন্য শত শত মানুষ ভিড় করছেন বরগুনার পাথরঘাটা পৌর শহরের পূর্ব বাজার গরুর হাটে। ইজারাদার ও ক্রেতা বিক্রেতাদের ধারণা, আগামীকালও অনির্ধারিতভাবে বসতে পারে এই গরুর হাট। তবে এবারের গরুর হাটে বিক্রেতাদের ব্যাপক ভিড় থাকলেও বৈরি আবহাওয়া কারণে দেখা দিয়েছে ক্রেতা সংকট। আর তাই মিলছে না গরুর কাঙ্ক্ষিত মূল্য। অন্যদিকে ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এ বছর গরুর ব্যাপক আমদানি থাকলেও অতিরিক্ত দাম হাকছেন বিক্রেতারা। দেশব্যাপী গবাদিপশুর শরীরে ছড়িয়ে পড়া ব্যাধি লাম্পি স্কিন ডিজিসের কারণে কুরবানির পশু ক্রয়-বিক্রয়ে অনেকটা ঝামেলা পোহাতে হচ্ছে ক্রেতা ও বিক্রেতাদের। আর তাই কুরবানির জন্য একটি সুস্থ ও স্বাস্থ্যবান পশুর সন্ধানে এক হাট থেকে অন্য হাটে ছুটে চলছেন ক্রেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App