×

সারাদেশ

আন্তঃনগর ট্রেনের দাবিতে পূর্বধলায় মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৩, ০৬:৫৪ পিএম

আন্তঃনগর ট্রেনের দাবিতে পূর্বধলায় মানববন্ধন
পূর্বধলা-জারিয়া-জাঞ্জাইল রেলপথে আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৬ জুন) বিকালে পূর্বধলা হেল্পলাইন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবং পূর্বধলা ও দূর্গাপুর এলাকার সচেতন নাগরিক সমাজের ব্যানারে পূর্বধলা রেলস্টেশন চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পূর্বধলা-জারিয়া-জাঞ্জাইল রেলপথে আন্তঃনগর ট্রেনের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন-পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক এমদাদুল হক বাবুল, পূর্বধলা প্রেসক্লাবের সহ-সভাপতি জুলফিকার আলী শাহীন, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক গোলাম মোস্তফা, প্রভাষক আবু হানিফ তালুকদার রাসেল, যুবলীগ নেতা শহীদুল ইসলাম আঙ্গুর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম, পূর্বধলা হেল্পলাইন ক্রিয়েটর এডমিন কেবিএম নোমান শাহরিয়ার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বদরুল আলম ঝুমন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশরাক আহমেদ সাইফ প্রমুখ। এসময় মানববন্ধনের সাথে একাত্ততা পোষণ করে বক্তব্য রাখেন-পূর্বধলা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সাইফুল ইসলাম। মানববন্ধনটি সঞ্চালনা করেন-পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল। বক্তারা বলেন-স্বাধীনতার পর বাংলাাদেশ রেলওয়ের ব্যাপক উন্নিতি সাধন হলেও শ্যামগঞ্জ-পূর্বধলা জারিয়া রেলপথে তেমন কোন উন্নিতি সাধিত হয়নি। স্মার্ট বাংলাদেশের যোগেও এ রেলপথে এখনও দিনে ট্রেন এবং রাতে ট্রেনের আলো দেখে টিকিট বিক্রি হয়ে থাকে। আর রাতে ট্রেনের কামরা গুলোতে কোন বাতি জ্বলে না। হকারের কুপি বাতিই ট্রেনের আলোর ভরসা। এছাড়া পূর্বধলা-দুর্গাপুর-কলমাকান্দা-ধোবাউড়া উপজেলার হাজার হাজার মানুষকে রাজধানী ঢাকার সাথে যাতায়তের জন্য অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। তাছাড়া সড়ক পথে সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। শ্যামগঞ্জ-পূর্বধলা বিরিশিরি সড়ক পথে প্রতিদিনিই ঘটছে দুর্ঘটনা আর প্রাণহানি। এ সড়কে যাতায়াতকারী মানুষের মাঝে এ সড়কটি যেন আতঙ্গে পরিণত হয়েছে। তাই আন্তঃনগর ট্রেনের দাবিটি এ চার উপজেলার মানুষের মাঝে এখন প্রাণের দাবিতে পরিণত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবরে একটি স্মারকলিপি তুলে দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App