×

সারাদেশ

দাউদকান্দি পৌরসভার ৪০ কোটি টাকার বাজেট ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ০২:২৮ পিএম

দাউদকান্দি পৌরসভার ৪০ কোটি টাকার বাজেট ঘোষণা
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টার সময় পৌরসভার সভাকক্ষে প্রস্তাবিত ৩৯ কোটি ৭২ লাখ ৬২ হাজার ৩৭৯ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র নাইম ইউসুফ সেইন। এবার বাজেটে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৬ কোটি ৩৭ লাখ ৭৫ হাজার টাকা। উদ্ধৃত দেখানো হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৮৭ হাজার টাকা। বাজেটে রাজস্ব আয় ১০ কোটি ৪০ লাখ এক হাজার ৬৬৭ টাকা এবং রাজস্ব ব্যয় ৮ কোটি ১৭লাখ ৭৫ হাজার টাকা দেখানো হয়েছে। উন্নয়ন আয় দেখানো হয়েছে ২৯ কোটি ৩২ লাখ ৬০ হাজার ৭১১টাকা এবং উন্নয়ন ব্যয় ২৮ কোটি ২০লাখ টাকা। মেয়র নাইম ইউসুফ সেইন বলেন, দাউদকান্দি পৌরসভাকে একটি নান্দনিক, যানজটমুক্ত সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে পৌরসভা প্রশাসন কাজ করছে। পৌরসভার বিভিন্ন উন্নয়ন এখন দৃশ্যমান। উন্নয়ন কর্মকাণ্ডের স্বার্থে বিভিন্ন দাতা গোষ্ঠী, সরকার এবং পৌরবাসীর সহযোগিতা কামনা করে তিনি উপস্থিত সকলের উদ্দেশে বলেন, আপনাদের সার্বিক সহযোগিতা থাকলে আগামী ২০২৩- ২৪ অর্থবছরে ঘোষিত বাজেট অনুযায়ী পৌরসভার সকল উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে পারব ইনশাল্লাহ। বাজেট সভায় উপস্থিত ছিলেন-পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী প্রকৌশলী এইচএম কামরুজ্জামান, হিসাব রক্ষক মোঃ শাহাদাত হোসেন, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র নুরুন্নাহার খন্দকার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর লাভলী আক্তার, কাউন্সিলর এনামুল হক এমেল, খন্দকার বিল্লাল হোসেন সুমন সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App