×

সারাদেশ

চট্টগ্রাম কাস্টমসের ঘাটতি ১৮ হাজার কোটি টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ১২:৩৬ পিএম

চট্টগ্রাম কাস্টমসের ঘাটতি ১৮ হাজার কোটি টাকা
ডলার সংকট, নানান বৈশ্বিক সংকটে আমদানি-রপ্তানি বাণিজ্য স্থবির হয়ে পড়ায় নেতিবাচক প্রভাব পড়েছে রাজস্ব আহরণে। দেশের সবচেয়ে বড় শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসে চলতি ২০২২-২০২৩ অর্থবছরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন শঙ্কায় পড়েছে। চলতি অর্থবছরে এনবিআর কর্তৃক চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭৪ হাজার ২০৬ কোটি টাকা। এর বিপরীতে গত ১১ মাসে প্রতিষ্ঠানটি আদায় করেছে ৫৬ হাজার ৬৩০ কোটি টাকা। অর্থাৎ এক মাস বাকি থাকলেও লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি রয়েছে প্রায় ১৮ হাজার কোটি টাকা। চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসের মধ্যে ৫ মাসে রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ঋণাত্মক। অর্থবছরের শুরুতে জুলাই মাসে কাস্টমসের প্রবৃদ্ধি ৪০ দশমিক ৮৭ শতাংশ হলেও এরপর থেকে ক্রমাগত কমে মে পর্যন্ত প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৩ শতাংশে। অথচ ২০২১-২২ অর্থবছরের এপ্রিল পর্যন্ত কাস্টমসের সার্বিক প্রবৃদ্ধি ছিল ২০ দশমিক ৭০ শতাংশ। অর্থবছরের সেপ্টেম্বরে ০ দশমিক ১৭ শতাংশ, ডিসেম্বরে ৯ দশমিক ১৮ শতাংশ, জানুয়ারিতে ৪ দশমিক ৩৮ শতাংশ, ফেব্রুয়ারিতে ১৭ দশমিক ৩৫ শতাংশ, মার্চ মাসে ৪ দশমিক ৬১ শতাংশ ও এপ্রিল মাসে ১৪ দশমিক ৯৩ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি হয়। কাস্টমস কর্মকর্তারা জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চলমান ডলার সংকট, নানান বৈশ্বিক সংকটের কারণে আমদানি কমে যাওয়ায় আমদানি-রপ্তানি বাণিজ্যে স্থবিরতা নেমে আসে। এসব কারণে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে। এর ফলে অর্থবছরের শুরু থেকে টানা আট মাস রাজস্ব আদায় প্রায় স্থবির ছিল। এদিকে অর্থবছরের শুরু থেকে লক্ষ্যমাত্রা অর্জনের শঙ্কা থাকলেও ফেব্রুয়ারি-মার্চ-এপ্রিল এবং মে মাসে ১৭ হাজার ৪২৬ কোটি টাকা আদায় হওয়ায় দেশের অর্থনীতিতে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। এর মধ্যে জুলাইয়ে ৪ হাজার ৭৮১ কোটি টাকা, আগস্টে ৫ হাজার ৪৯৮ কোটি টাকা, সেপ্টেম্বরে ৫ হাজার ১০৫ কোটি টাকা, অক্টোবরে ৪ হাজার ৯১৮ কোটি টাকা, নভেম্বরে ৫ হাজার ৪৭৯ কোটি টাকা, ডিসেম্বরে ৪ হাজার ৩৮৮ কোটি টাকা, জানুয়ারিতে ৪ হাজার ৭৪৪ কোটি টাকা, ফেব্রুয়ারিতে ৪ হাজার ২৮৭ কোটি টাকা, মার্চে ৫ হাজার ৫২ কোটি টাকা ও এপ্রিলে ৪ হাজার ৫৩৪ কোটি টাকা রাজস্ব আদায় করেছে কাস্টমস। সে হিসেবে চলতি অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) ৬৭ হাজার ৩৬৪ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ৫৬ হাজার ৬৩০ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ দশমিক ৯৩ শতাংশ কম। গত ২০২১-২২ অর্থবছরের (জুলাই-মে) ১১ মাসে মোট ৫৩ হাজার ১৫৭ কোটি টাকার রাজস্ব আয় করেছিল চট্টগ্রাম কাস্টমস। এ হিসাবে অর্থবছরের ১১ মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৬ দশমিক ৫৩ শতাংশ। এদিকে রাজস্ব আহরণে মাসভিত্তিক হিসাব করলে আরো নেতিবাচক চিত্র উঠে আসে। চট্টগ্রাম কাস্টমসের হিসাবে বিগত অর্থবছরের (জানুয়ারি-এপ্রিল) চেয়ে চলতি অর্থবছরের মে মাস ছাড়া অন্যান্য মাসে রাজস্ব আয় কমেছে। গত অর্থবছরের জানুয়ারিতে ৪ হাজার ৯৬২ কোটি টাকা, ফেব্রুয়ারিতে ৫ হাজার ১৮৭ কোটি টাকা, মার্চে ৫ হাজার ২৯৬ কোটি টাকা, এপ্রিলে ৫ হাজার ৩২৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App