×

সারাদেশ

উত্তরাঞ্চলে দুই জোড়া ঈদ স্পেশাল ট্রেন শনিবার থেকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৩, ১০:৫৯ এএম

উত্তরাঞ্চলে দুই জোড়া ঈদ স্পেশাল ট্রেন শনিবার থেকে
ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহনকে সামনে রেখে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ১০০টি কোচ মেরামত করে সচল করা হয়েছে। এসব কোচের ৩০টি দিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে উত্তরাঞ্চলে দুই জোড়া ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করবে। অবশিষ্ট ৭০টি কোচ আন্তঃনগর ট্রেনগুলোয় বাড়তি কোচ হিসেবে চলাচল করবে। ঈদ স্পেশাল ট্রেন আগামীকাল শনিবার থেকে পঞ্চগড় ও লালমনিরহাট ছেড়ে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে চলাচল করবে। স্পেশাল ট্রেনটি চলবে ৫ জুলাই পর্যন্ত। এতে ঘরমুখো লক্ষাধিক যাত্রী যাতায়াত করার সুবিধা পাবেন। রেলওয়ে পরিবহন বিভাগ সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে ট্রেনের বাড়তি যাত্রী চাপ সামলাতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ১০০টি কোচ মেরামত করা হয়। এরমধ্যে ৭৬টি ব্রডগেজ ও ২৪টি মিটারগেজ রেল পথের কোচ। যা ইতোমধ্যে রেলওয়ের পরিবহন বিভাগকে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে ঈদ স্পেশাল ট্রেনের জন্য প্রস্তুত করা হয়েছে ১৫টি ব্রডগেজ ও ১৫টি মিটারগেজ রেলপথের কোচ। উভয়মুখী এ ট্রেনে উত্তরাঞ্চলের লক্ষাধিক যাত্রী পরিবহন করা সম্ভব হবে। এ ব্যাপারে পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফী নূর মোহাম্মদ মুঠোফোনে জানান, ঈদের বাড়তি যাত্রী পরিবহন করতে উত্তরাঞ্চলের জন্য দুই জোড়া ঈদ স্পেশাল ট্রেন প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে ট্রেনগুলোর চলাচল সিডিউল ঠিক করা হয়েছে। সিডিউল মতো ট্রেন দুটি ২৪ জুন সকাল ৬টা ২৫ মিনিটে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে ছেড়ে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে বিকাল ৪টা ৩০ মিনিটে পৌঁছাবে। ট্রেনটি ফের ঢাকা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পঞ্চগড়ের উদ্দেশে যাত্রা করবে। অন্যদিকে একই দিন লালমনিরহাট স্টেশন থেকে রাত ১১টা ৩০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে। একইভাবে ট্রেনটি ঢাকা থেকে সকাল ৮টা ১৫ মিনিটে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ইতোমধ্যে স্পেশাল ট্রেন দুটি পরিচালনার সব প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়াও পশ্চিমাঞ্চলের প্রতিটি আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত ৭০টি কোচ যুক্ত করা হয়েছে। ফলে ট্রেনগুলোর কোচ সংখ্যা বৃদ্ধি করে অধিক যাত্রী পরিবহন নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App